এক্সপ্লোর
প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবী। দীর্ঘ অসুস্থতার পর আজ দুপুর ৩ টে বেজে ১৬ মিনিটে জীবনাবসান হল মহাশ্বেতা দেবীর। ১৯৭৯ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী। অরণ্যের অধিকার উপন্যাসের জন্য পুরস্কার পান তিনি। পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ-সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক। বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে। সাহিত্যিক মহাশ্বেতা দেবীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ‘এক মহান সাহিত্যিককে হারাল দেশ।বাংলা হারাল মা-কে। আমি আমার অভিভাবককে হারালাম। তাঁর আত্মার শান্তি কামনা করি’। মুখ্যমন্ত্রী তাঁর সফর কাটছাঁট করে আজই রাজ্যে ফিরছেন বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















