এক্সপ্লোর
Advertisement
ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেক পরীক্ষার্থীই পাবেন র্যাঙ্ক কার্ড, কাউন্সেলিংয়ের সুযোগ
কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যেক পরীক্ষার্থীই এবার র্যাঙ্ক কার্ড পাবেন। এমনকী, শূন্যের কম অর্থাৎ নেগেটিভ নম্বর পেয়েও, মেধাতালিকায় স্থান পাচ্ছে একাধিক পরীক্ষার্থী। আর প্রত্যেকের সামনেই কাউন্সেলিংয়ের সুযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনও ছাঁকনি থাকবে না কেন?
ইঞ্জিনিয়ারিংয়ে এবার যতজন পরীক্ষার্থী, ততজনকেই র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। আর ততজনের কাছেই কাউন্সেলিংয়ের হাতছানি!
ইঞ্জিনিয়ারিংয়ে ই-কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে ১৫ জুন। ২৫ জুন থেকে কাউন্সেলিং হবে তিন দফায়। ই-কাউন্সেলিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পর্ব শেষ হবে ১৯ জুলাই।
এবার ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার্থী ১ লক্ষ ১ হাজার ৯৫৪ জন। প্রত্যেকের নামই থাকছে মেধা তালিকায়। ১০২টি কলেজে এবছর আসন সংখ্যা ৩৬ হাজার ২৩৬।
বোর্ড সূত্রে খবর, শূন্যের কম অর্থাৎ নেগেটিভ নম্বর পেয়েও, নিয়মের ফেরে এবার মেধাতালিকায় স্থান পাচ্ছে একাধিক পরীক্ষার্থী।
প্রশ্ন উঠছে, যেখানে ফি বছর ইঞ্জিনিয়ারিংয়ে আসন শূন্য, সেখানে এমন ঢালাও-নীতি কেন? কেন্দ্রীয় বিধি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্কে গড়ে ৪৫ শতাংশ নম্বর পেতে হয়। ইংরেজিতে পেতে হয় ৩০ শতাংশ।
তাহলে কাউন্সেলিংয়ে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনও ছাঁকনি থাকবে না কেন? প্রশ্ন উঠছে। তাহলে কি মেধার সঙ্গে আপস? ঐতিহ্য হারাচ্ছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স?
যদিও, সূত্রের খবর, এবার উচ্চমাধ্যমিকে ৪৫শতাংশের বেশি নম্বর পেয়েছে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী।
ই-কাউন্সেলিংয়ের পর কী পদ্ধতিতে পরীক্ষার্থীরা ভর্তি হবে, সেব্যাপারে সরকার নির্দেশিকা জারি করবে বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেক্ষেত্রে এবারও ইঞ্জিনিয়ারিংয়ের আসন ভরাতে কাউন্সেলিংয়ের বিকেন্দ্রীকরণের বন্দোবস্ত। সেক্ষেত্রে মেধাতালিকায় পিছনে থেকেও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ মিলে যেতে পারে। সে কলেজের মান যেমনই হোক। শিক্ষামন্ত্রী অবশ্য শনিবারই জানিয়েছেন, এবার সরকারি-বেসরকারি সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে পঠনপাঠন থেকে পরিকাঠামোয় নজরদারির জন্য কমিটি গড়বে সরকার।
তবু প্রশ্ন উঠছে, রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে আসন ফাঁকা পড়ে থাকার রেওয়াজ নতুন নয়!
গতবছরই ইঞ্জিনিয়ারিংয়ে ৩৬ শতাংশ আসন ফাঁকা ছিল। এরপরও ঢালাও কাউন্সেলিংয়ের ছাড়পত্র কেন? গুণগত মানকে গুরুত্ব না দিয়ে দেদার ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন দেওয়াটাই বা কতটা যুক্তিযুক্ত?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement