এক্সপ্লোর
Advertisement
ছবি-বিতর্ক: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে যাচ্ছে বিজেপি
কলকাতা: ছবি-বিতর্কে কলকাতা পুলিশকে এখনও সে রকম কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। এই পরিস্থিতিতে তৃণমূলের ওপর আরও চাপ বাড়ানোর পথে হাঁটল বিজেপি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা করল তারা।
এদিন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, সময় কাটানোর চেষ্টা। বিজেপি আইনি পদক্ষেপের প্রস্তুত। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে হাইকোর্টে মামলা দায়ের করা হবে।
বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগ করতে গিয়ে এই ছবি তুলে ধরেই বিতর্কে জড়িয়ে জড়িয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন। বিজেপির দাবি, রাজনাথ সিংহর সঙ্গে থাকা নরেন্দ্র মোদীর জায়গায় কারসাজি করে প্রকাশ কারাটের মুখ বসিয়ে দেওয়া হয়েছে ডেরেকের দেখানো এই ছবিতে।
পরদিন পুলিশে অভিযোগ জানায় বিজেপি। একাধিকবার লালবাজারে দরবারও করেছে তারা। বিজেপির দাবি, বুধবার চিঠি পাঠিয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। কিন্তু এখনও কেন এফআইআর দায়ের করা হল না, তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। জয়প্রকাশ আরও বলেন, এটা তো ধর্তব্যযোগ্য অপরাধ। অবিলম্বে তো এফআইআর করা উচিত। কেন সার্ভার পুলিশ হেফাজতে নিল না? প্রমাণ লোপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে কেন? শাসক দল বলে? কার নির্দেশে পুলিশ এগোতে পারেনি? অম্বিকেশের ক্ষেত্রে তৎপর,প্রধানমন্ত্রীর ক্ষেত্রে নয় কেন?
জাল ছবি দেখিয়ে বামেদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বলে ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন প্রকাশ কারাটও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement