এক্সপ্লোর
Advertisement
এভারেস্ট অভিযানে বাড়ছে ফলস সামিটের অভিযোগ, হতাশ দুবার এভারেস্টজয়ী বিশ্বের প্রথম মহিলা
কলকাতা: এভারেস্ট অভিযানে সংখ্যা বাড়ছে ভারতীয় পর্বতারোহীদের৷ তেমনই বাড়ছে ফলস সামিটের অভিযোগ৷ পর্বতারোহীদের এই প্রবণতা দেখে হতাশ বিশ্বের প্রথম মহিলা হিসেবে দুবার এভারেস্টজয়ী৷ অতি লোভই এই ফলস সামিটের মূল কারন৷ দাবি পদ্মশ্রী পর্বতারোহী সন্তোষ যাদব৷
এভারেস্ট জয়ে একের পর এক কীর্তি ঘটাচ্ছেন বাঙালি পর্বতারোহীরা৷ শুধু বাঙালিরাই কেন, প্রতিবছর এভারেস্ট অভিযানে সংখ্যা বেড়েই চলেছে ভারতীয় পর্বতারোহীদের৷ আর পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগের ঝুলি৷ সাম্প্রতিককালে সবচেয়ে বড় অভিযোগ, ফলস্ সামিট৷ অর্থাত্ এভারেস্ট জয় না করেও পর্বতারোহীদের দাবি করা, এভারেস্ট বিজয়ের৷ যার জন্য তথ্য স্বরূপ জমা হচ্ছে, সুপারইম্পোজ ছবিও৷ যার ফলে এভারেস্ট জয় করার পরও সমস্যায় পড়েছিলেন এভারেস্টজয়ী বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তও৷ গোটা ঘটনায় হতাশ পদ্মশ্রী পর্বতারোহী সন্তোষ যাদব৷ বিশ্বের প্রথম মহিলা হিসেবে দুবার মাউন্ট এভারেস্ট জয় করা সন্তোষ যাদবের দাবি, সম্মান পাওয়ার লোভই এর প্রধান কারন৷
১৯৯২ ও ১৯৯৩ সাল৷ পরপর দুবছর এভারেস্ট জয় করেছিলেন সন্তোষ যাদব৷ দুর্গম কাংশুং ফেস দিয়ে অভিযান চালিয়ে দ্বিতীয়বার এভারেস্ট জয় করেছিলেন সন্তোষ৷ প্রথম মহিলা হিসেবে দুবার এভারেস্ট জয় করা সন্তোষ যাদবের দাবি, উপযুক্ত প্রস্তুতির অভাবই এখন এভারেস্ট অভিযানে পর্বতারোহীদের মৃত্যুর মূল কারন৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement