এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ঘরের মেয়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি জুডিথের পরিবারের
![ঘরের মেয়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি জুডিথের পরিবারের Family Of Judith Dsouza Writes To Pm Govt Says Working To Secure Her Release ঘরের মেয়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি জুডিথের পরিবারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/10173144/judith-dsouza-4-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: চারদিন পার। এখনও খোঁজখবর নেই। কাবুলে অপহৃত জুডিথ ডি’সুজার বৃদ্ধ বাবা-মায়ের অবলম্বন বলতে শুধুই আশা। মেয়েকে ফিরে পাওয়ার আশা।
জুডিথের মা, বাবা, দাদা, দিদি একসঙ্গে প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। তারা লিখেছেন, আপনিই একবার বলেছিলেন, ভারত চায় আফগানিস্তান উন্নতির দিকে এগিয়ে যাক। আমাদের সাহসী মেয়ে সেই আফগানিস্তানের মানুষের ভালোর জন্য কাজ করছিল। জুডিথের অপহরণের খবরে আমরা শঙ্কিত। আপনি দেশের প্রধান। কিছু করুন, যাতে জুডিথ তার পরিবারের কাছে ফিরে আসতে পারে।
চিঠির কপি পাঠানো হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে।
বছরখানেক ধরে আফগান স্বেচ্ছাসেবী সংস্থা ‘আগা খান ফাউন্ডেশনে’ কর্মরত ছিলেন জুডিথ। পরের সপ্তাহে কাবুল ছাড়ার কথা ছিল তাঁর। কিন্তু, বন্ধুর বাড়ি থেকে ফেয়ারওয়েল ডিনার সেরে ফেরার পথে জুডিথকে অপহরণ করা হয়। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ নেই। উৎকণ্ঠায় পরিবার।
এদিকে, কেন্দ্রের তরফে জানানো হয়, ডুডিথের মুক্তির জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে সরকার। এদিন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একজন মানুষের জীবন জড়িত। আমরা প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি। তবে, বিস্তারিত কিছুই জানানো সম্ভব নয়। জানা গিয়েছে, ভারতীয় দূতাবাসের তরফে আফগান প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ বজায় রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)