এক্সপ্লোর
স্টিংকাণ্ড: একাধিক ধারায় ‘নারদ ডট কম’-এর বিরুদ্ধে মামলা রুজু মেয়রের স্ত্রীর

কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্টিং কাণ্ডে তদন্ত প্রক্রিয়া শুরু করল পুলিশ। নিউ মার্কেট থানায় মেয়রের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানির উদ্দেশ্যে জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু। নারদ নিউজের স্টিং কাণ্ডে তদন্ত প্রক্রিয়া শুরু করল কলকাতা পুলিশ। মেয়র-পত্নীর অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট থানায় রুজু হল মামলা। শুক্রবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করবে। শনিবার রাতে নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। নারদ নিউজের স্টিংয়ে শোভন চট্টোপাধ্যায়ের যে ছবি দেখা যায়, তা কলকাতা পুরসভার ভিতরের। তাই নিউ মার্কেট থানাতেই অভিযোগ দায়ের করেন মেয়র-পত্নী। সেখানে তখন ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররাও। পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগপত্রে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্টিং অপারেশনের মাধ্যমে চক্রান্ত করে, ব্যক্তি এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সম্মানহানি করা হয়েছে। তাই নারদ ডট কম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এই অভিযোগের ভিত্তিতে ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৪৬৯ ধারায় সম্মানহানির উদ্দেশ্যে জালিয়াতি, ১৭১ জি ধারায় নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে ইচ্ছাকৃত কুৎসা ছড়ানো, ৫০০ ধারায় মানহানি, ৫০৫ (১)(বি) ধারায় জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরির মামলা রুজু করেছে। এই মামলার তদন্তের জন্য জালিয়াতি দমন শাখার অফিসারদের নিয়ে বিশেষ তদন্তকারী দলও তৈরি করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই তদন্ত তদারকি করবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















