আগুন লাগল নিউ মার্কেটের রেস্তোঁরায়, বেআইনিভাবে রাখা সিলিন্ডার ফেটেই বিপত্তি, দাবি দমকলের
কলকাতা: মঙ্গলবার রাতে আর্মেনিয়ান ঘাটের গুদামে আগুন। এরপর এক দিন কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড। এবার নিউ মার্কেট চত্বরে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ, কলকাতা পুরসভার সদর দফতরের পাশে, একটি রেস্তোরাঁয়া হঠাৎই সিলিন্ডার ফেটে আগুন লাগে। এর কিছুক্ষণ পরে ফের একটা সিলিন্ডার ফাটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানটি। আগুন ছড়ায় পাশের হোটেল রৌনকে। ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। যে দোকানে প্রথমে আগুন লাগে, অভিযোগ, সেখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কয়েকটি সিলিন্ডার মজুত করা ছিল। দমকলের দাবি, বেআইনিভাবে ভাবে জিনিসপত্র রাখা হয়েছিল দোকানে। এক আধাকিরক জানান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাশের রৌনক হোটেলে আগুন নেভানোর যন্ত্র ছিল। তা সত্ত্বেও সেগুলি ব্যবহার করা হল না কেন? যদিও, কলকাতা পুরসভার এক আধিকারিকের দাবি, রৌনকের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক মতো ছিল না। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।