এক্সপ্লোর
৪ মাসের কুহেলির মৃত্যু চিকিত্সার গাফিলতিতে, অ্যাপোলো কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের
![৪ মাসের কুহেলির মৃত্যু চিকিত্সার গাফিলতিতে, অ্যাপোলো কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের Health Commission Says Kuheli Died Because Of Medical Negligence Apollo Hospital Authority Penalized ৪ মাসের কুহেলির মৃত্যু চিকিত্সার গাফিলতিতে, অ্যাপোলো কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/15192326/apollo-child-death-commission.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চার মাসের কুহেলি চক্রবর্তীর মৃত্যুর নেপথ্যে চিকিত্সায় গাফিলতি বলেই মনে করছে স্বাস্থ্য কমিশন। অ্যাপোলো কর্তৃপক্ষকে ২৫ লক্ষের জরিমানা। চিকিৎসকদের গাফিলতির অভিযোগে মেডিক্যাল কাউন্সিলে রেফার।
অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ওঠা চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিল স্বাস্থ্য কমিশন। চার মাসের এক ফুটফুটে শিশুকন্যার মৃত্যুতে অ্যাপোলো কর্তৃপক্ষকে জরিমানা করার সিদ্ধান্ত নিল তারা।
১৯ এপ্রিল অ্যাপোলো হাসপাতালের গাফিলতিতে কুহেলি চক্রবর্তী নামে চার মাসের এই শিশুটির মৃত্যুর অভিযোগ ওঠে। সেই ঘটনায় অ্যাপোলো কর্তৃপক্ষকে ২৫ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন।
চিকিৎসকদের গাফিলতির অভিযোগ আইনানুসারে মেডিক্যাল কাউন্সিলে রেফার করা হচ্ছে।
সন্তান হারা বাবা-মায়ের যন্ত্রণা অবশ্য জরিমানার সিদ্ধান্তে এতটুকু লাঘব হয়নি। কান্নায় ভেঙে পড়ে তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি একটাই। অভিযুক্তদের শাস্তি।
১৪ এপ্রিল চার মাসের কুহেলি চক্রবর্তীকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে কোলনোস্কপির জন্য চিকিৎসকরা তাকে রেফার করেন অ্যাপোলো হাসপাতালে।
কিন্তু, সেই কোলোনোস্কোপির সময়ই তার মৃত্যু হয়। চার মাসের শিশুটির বাবা-মায়ের অভিযোগ,
প্রথম দিন তাঁদের মেয়েকে প্রায় আট ঘণ্টা না খাইয়ে রেখেও কোলনোস্কপি করা হয়নি।
পরদিন সকাল ছ’টা থেকে কুহেলিকে স্যালাইন দেওয়ার কথা ছিল। কিন্তু, এগারোটার পরও সেই স্যালাইন চালু হয়নি বলে অভিযোগ।
কুহেলির বাবা-মায়ের দাবি, এতটা সময় পেটে একফোঁটা খাবারও না যাওয়ায় চার মাসের ছোট্ট শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।
এরপর কোলনোস্কপির সময় অ্যানাস্থেশিয়ার ওভারডোজ সে সহ্য করতে পারেনি। এর ফলেই তার মৃত্যু হয়।
৫ জুন স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানান কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী ও মা শালু চক্রবর্তী।
অভিযোগ নিয়ে কমিশন সব পক্ষের সঙ্গে বিশদে কথা বলে। কমিশন সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসকরা আগাগোড়া একে অন্যের কোর্টে বল ঠেলার চেষ্টা করে গিয়েছেন।
অ্যাপোলো কর্তৃপক্ষও তাদের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ মানতে চায়নি।
তবে যে চিকিৎসকরা কুহেলির চিকিৎসা করেন, তাঁদের সঙ্গে কথা বলে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যা শুনে কমিশনের সদস্যরা নিশ্চিত যে ছোট্ট কুহেলির চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)