Weather Today: আবহাওয়ার হঠাৎ বদল, তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়, কতদিন চলবে?
Weather Forecast: পূর্বাভাসে বলা হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও আসামে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসবে কাল ১৮ ফেব্রুয়ারি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফেব্রুয়ারির মধ্যভাগেই শীতের হালকা রেশটুকুই যা আছে, জাঁকিয়ে শীত আর নেই-ই। বরং রোদ বাড়লে গরমও বাড়ছে অনেকটাই। ফাল্গুন মাসের শুরুতেই আবহাওয়ায় ফের বদল আসার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্বাভাসে। তবে সেই বৃষ্টির দৌলতে ফের শীতের রেশ বজায় থাকবে কি না, তা এখনও জানা যায়নি।
পূর্বাভাসে বলা হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও আসামে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসবে কাল ১৮ ফেব্রুয়ারি। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গে আজ ও কাল সকালে হালকা কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। মঙ্গলবারের পর আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
কবে কোন জেলায় বৃষ্টি?
- বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে।
- বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
- শনিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে, উত্তরবঙ্গে তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে সোমবার এবং বুধবার থেকে শনিবার পর্যন্ত। বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি সম্ভাবনা কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে ও বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















