Champions Trophy 2025: ভারতের পতাকা রাখাই হল না পাকিস্তানের স্টেডিয়ামে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তুমুল বিতর্ক
India vs Pakistan: গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাকি ৭ দলের জাতীয় পতাকা দেখা গেলেও উধাও ভারতের পতাকা।

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) শুরু হতে আর মাত্র দিন দুয়েক বাকি। তার আগে আচমকাই তৈরি হয়ে গেল বিরাট বিতর্ক। আর সেখানেও জড়িয়ে ভারত বনাম পাকিস্তান পারস্পরিক সম্পর্কের শীতলতা। যার জেরে করাচি স্টেডিয়ামে রাখাই হল না ভারতের তেরঙ্গা!
গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। যেখানে করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাকি ৭ দলের জাতীয় পতাকা দেখা গেলেও উধাও ভারতের পতাকা।
করাচি ন্যাশানল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ আয়োজিত হবে। স্টেডিয়ামে বাকি ৭ দেশের পতাকা দেখা গেলেও দেখা যায়নি ভারতের তেরঙ্গা। যা দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা। শুরু হয়েছে জোরাল বিতর্ক। কেন অনুপস্থিত ভারতের পতাকা? সাফ কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এর পিছনেও রয়েছে কূটনীতি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারত পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যেতে চায়নি। যা নিয়ে কম টালবাহানা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল। যেখানে ভারতের ম্যাচগুলি হওয়ার কথা ছিল নিরপেক্ষ কোনও দেশে। বাকি ম্যাচ পাকিস্তানেই আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রাথমিকভাবে এই প্রস্তাবে রাজি ছিল না। পরে আইসিসি-র মধ্যস্থতায় সেই হাইব্রিড মডেলই গৃহীত হয়।
No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations. pic.twitter.com/rjM9LcWQXs
— Arsalan (@Arslan1245) February 16, 2025
ভারত গ্রুপ পর্বে বা নক আউটে পৌঁছে সেই সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ভারত-পাক দ্বৈরথও হবে দুবাইয়ে। পাকিস্তান সহ বাকি সাত দল খেলবে পাকিস্তানে। নিউজ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ রয়েছে করাচিতে। মনে করা হচ্ছে, ভারত পাক ভূখণ্ডে খেলতে না আসার কারণেই স্টেডিয়ামে রাখা হয়নি তেরঙ্গা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
