এক্সপ্লোর
নারদ মামলার তদন্ত করবে সিবিআই, ভিডিও বিকৃত নয়, জানাল হাইকোর্ট

কলকাতা: আজ কলকাতা হাইকোর্টে নারদ মামলার রায়। সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা করবে প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারদের প্রকাশিত স্টিং ফুটেজকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল সারা রাজ্যে। শুরু হয়েছিল দেশ জোড়া বিতর্কও। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একাধিক জনস্বার্থ সংক্রান্ত মামলা দায়ের হয়। এর আগে নারদ সংক্রান্ত ৩টি জনস্বার্থ মামলার একসঙ্গে শুনানি হয়েছিল। আজ সেই মামলার রায় ঘোষণা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















