এক্সপ্লোর
Advertisement
ফুলবাগানে পণ না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, মৃত্যুকালীন জবানবন্দিতে অন্য কথা, দাবি পুলিশের
কলকাতা: সাত বছরের দাম্পত্য। চার সন্তানের মা।শেষমেশ শ্বশুরবাড়িতে পুড়ে মৃত্যু হল এই বধূর! মৃতের নাম পিঙ্কি মালিক।
২০১০ সালে ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মালিকের সঙ্গে বিয়ে হয় বিহারের বেগুসরাইয়ের এই তরুণীর। দগ্ধ অবস্থায় সপ্তাহখানেক ধরে এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার মৃত্যু হয় বছর আঠাশের পিঙ্কির।
কিন্তু কীভাবে লাগল আগুন? বাপের বাড়ির লোকজনের দাবি, পিঙ্কিকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। পরিজনদের দাবি, বিয়ের ২ বছর পর থেকেই পণের দাবিতে পিঙ্কির ওপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন।
পরিবারের দাবি, ৩১ অক্টোবর সন্ধেয় বাবাকে ফোন করে পিঙ্কি বলেন, ১ লাখ টাকা না দিলে, স্বামী বলেছে পুড়িয়ে মারবে। কিন্তু বাবা বলেন, এই মুহূর্তে এত টকা দেওয়া সম্ভব নয়। আর এর পাঁচ ঘণ্টা পরই শ্বশুরবাড়ির প্রতিবেশীর কাছ থেকে ফোন আসে। জানানো হয়, পিঙ্কি অগ্নিদগ্ধ হয়েছেন!
পরিবার খুনের অভিযোগ তুললেও, পুলিশ সূত্রে দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে বধূ জানিয়েছেন, স্টোভে দুধ গরম করার সময় আগুন লেগে গিয়েছিল। পরিবার অবশ্য এমনটা মানতে নারাজ।
লিখিত অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে ফুলবাগান থানা।
ধৃতদের বিরুদ্ধে পণের দাবিতে খুনের মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement