সন্তান না হওয়ায় ‘অত্যাচার’ শ্বশুরবাড়ির, ‘আত্মঘাতী’ গৃহবধূ
কলকাতা: বিয়ে হয়েছে দু’বছর। কিন্তু, সন্তান হয়নি। অভিযোগ, সেই কারণে গৃহবধূর ওপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির সদস্যরা। এই প্রেক্ষাপটে, অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূর। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। রবিবার মধ্যরাতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় নিউটাউনের যাত্রাগাছিতে। মৃতার নাম তিথি কীর্তনিয়া। শ্বশুরবাড়ি নিউটাউনের যাত্রাগাছিতে। বছর দু’য়েক আগে ব্যবসায়ী মুকুল মণ্ডলের সঙ্গে তিথির বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির সদস্যদের দাবি, সন্তান না হওয়ায় শ্বশুরবাড়িতে প্রায়ই গঞ্জনার মুখে পড়তে হত তিথিকে। সম্প্রতি, নির্যাতন আরও বাড়ে বলে অভিযোগ। পরিবারের দাবি, রবিবার সন্ধেয় স্বামীর সঙ্গে অশান্তি হয় তিথির। নিজের মা-কে ফোন করে সে কথা জানান গৃহবধূ। রবিবার রাতেই তিথির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ নিয়ে মৃতার শ্বশুরবাড়ির কেউ মুখ খুলতে চাননি। স্ত্রী-র মৃত্যুর পর বেপাত্তা তাঁর স্বামীও। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।