এক্সপ্লোর
হাওড়া স্টেশনে ইঁদুরের দৌরাত্ম্য, ক্ষতি হচ্ছে প্ল্যাটফর্মের, হেলে যেতে পারে রেল লাইন: বিশেষজ্ঞ

হাওড়া: হাওড়া স্টেশনে ইঁদুরের দৌরাত্ম্য। স্টেশনের তলায় এবং রেল লাইন পাশে বড় বড় গর্ত করে সুড়ঙ্গ তৈরি করেছে ইঁদুর। বিশেষজ্ঞদের মতে এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্ল্যাটফর্ম। রেল লাইনের পাশে সুড়ঙ্গ তৈরি করায় লাইনেও একদিকে হেলে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। যাত্রীদের উচ্ছিষ্ট খাওয়ার খেয়ে দ্রুত বংশবৃদ্ধি হচ্ছে ইঁদুরের। ইঁদুরের দৌরাত্ম্যের কথা স্বীকার করে নিয়েছেন রেলের আধিকারিকরা। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















