এক্সপ্লোর
রেলে ও বিদেশে চাকরির নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পুলিশের জালে মহিলা সহ ৪ প্রতারক

কলকাতা: রেলের টিকিট পরীক্ষক ও বিদেশে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক মহিলা-সহ ৪। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। চলতি বছরের ১০ মে, লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন কর্ণাটকের বাসিন্দা বিজয় দয়ানেশ্বর নামে এক ব্যক্তি। তদন্তে নেমে বাগুইআটির রঘুনাথপুরের একটি হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের সাইবার শাখা। ধৃতদের মধ্যে ২ জন গুজরাত, একজন দক্ষিণ ২৪ পরগনা ও আরেকজন কলকাতার বেনিয়াপুকুরের বাসিন্দা। এদের বিরুদ্ধে প্রতারণা, নাম ভাঁড়ানো, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৮ লক্ষ ৩৯ হাজার টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে রেলের ভুয়ো নিয়োগপত্র, ১০টি মোবাইল ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















