কলকাতা: অবশেষে গাড়ির বাজার ধরতে এসে গেল কিয়া সেল্টোস। কম্প্যাক্ট এসইউভি বিভাগের বাদশা হুন্ডাই ক্রেটা-র সঙ্গে এর লড়াই জমবে। সেল্টোস কমপ্যাক্ট এসইউভি-র দাম ৯.৬৯ লাখ থেকে ১৫.৯৯ লাখ টাকার মধ্যে ঘুরবে। ৮টি ভিন্ন চেহারায় ও ৬টি পাওয়ারট্রেনের সুবিধে রয়েছে এই গাড়িতে। দেখে নিন সেল্টোসের দাম টেক লাইন
| Variant | Petrol | Diesel |
| HTE | Rs 9.69 lakh | Rs 9.99 lakh |
| HTK | Rs 9.99 lakh | Rs 11.19 lakh |
| HTK+ | Rs 11.19 lakh | Rs 12.19 lakh/ Rs 13.19 lakh (AT) |
| HTX | | Rs 2.79 lakh/ Rs 13.79 lakh (CVT) | Rs 13.79 lakh | | |
| HTX+ | | Rs 14.99 lakh/ Rs 15.99 lakh (AT) |
জিটি লাইন
| Variant | Price |
| GTK | Rs 13.49 lakh |
| GTX | Rs 14.99 lakh/ Rs 15.99 lakh (DCT) |
| GTX+ | Rs 15.99 lakh |
টেক লাইন পাওয়া যাবে দেড় লিটার পেট্রোল আর ডিজেল ইঞ্জিন সহযোগে। জিটি লাইনে আপাতত শুধু মিলবে ১.৪ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। সমস্ত ইঞ্জিন বিএস৬ যুক্ত। এবার দেখে নেওয়া যাক ইঞ্জিনের বৈশিষ্ট্য
| Engine | 1.4-litre turbo-petrol | 1.5-litre petrol | 1.5-litre diesel |
| Transmission Options | 6-speed MT/ 7-speed DCT (dual-clutch transmission) | 6-speed MT/ CVT | 6-speed MT/ 6-speed AT |
| Power | 140PS | 115PS | 115PS |
| Torque | 242Nm | 144Nm | 250Nm |
| Claimed Fuel Efficiency | 16.1kmpl/ 16.5kmpl | 16.5kmpl/ 16.8kmpl | 21kmpl/ 18kmpl |
সেল্টোসে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকছে, থাকছে সেগমেন্ট ফার্স্ট ৮ ইঞ্চি হেড আপ ডিসপ্লে। রয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, স্মার্ট এয়ার পিউরিফায়ার সিস্টেম, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড ভিউ মনিটর, ৭ ইঞ্চি রঙিন মাল্টি ইনফো ডিসপ্লে। এছাড়া রয়েছে এলইডি হেডল্যাম্প, ডিআরএল ও ফ্রন্ট ফগ ল্যাম্প। দেখে নিন কিয়া সেল্টোস এসইউভি-র মাপজোক
| Length | 4315mm |
| Width | 1800mm |
| Height | 1620mm |
| Wheelbase | 2610mm |
| Boot Space | 433 litres |
কিয়া আপনাকে দিচ্ছে ৩ বছরের জন্য যত খুশি কিলোমিটারের ওয়্যারান্টি ও সেল্টোসের মান অনুযায়ী রোডসাইড অ্যাসিস্ট্যান্স। ৫ বছর পর্যন্ত এই সুবিধে মিলতে পারে। যদি আপনি ইতিমধ্যেই সেল্টোস বুক করে থাকেন বা বুক করার পরিকল্পনা করেন, তবে আপনার বাড়িতেও সরাসরি ডেলিভারি হতে পারে পছন্দের গাড়িটি। তবে ইতিমধ্যেই ৩২,০০০-এর বেশি বুকিং সম্পূর্ণ, ফলে ডেলিভারি পেতে একটু দেরি হতে পারে।