নারী পাচারচক্রের পর্দাফাঁস, বিহার থেকে উদ্ধার কলকাতার ৩ কিশোরী
কলকাতা: নারী পাচারচক্রের পর্দাফাঁস! বিহার থেকে উদ্ধার দক্ষিণ কলকাতার বাসিন্দা ২ নাবালিকা। বাড়িতে বলে গিয়েছিল বন্ধুর জন্মদিনে যাচ্ছি। কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি ১৫ বছরের কিশোরী। প্রথমে কালীঘাট থানায় নিখোঁজ ডায়েরি করে নাবালিকার পরিবার। পরে অপহরণের অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে নারী পাচারচক্রের পর্দাফাঁস করল কালীঘাট থানার পুলিশ। কিন্তু কীভাবে চক্রের খোঁজ পেলেন তদন্তকারীরা? পুলিশ সূত্রে খবর, কিশোরীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে জানা যায়, বিহারে রয়েছে সে। আর দেরি করেনি পুলিশ। তড়িঘড়ি বিশেষ দল গঠন করে বিহার রওনা দেয় কালীঘাট থানার পুলিশ। শনিবার রাতে, সেখানে একটি ভাড়াবাড়িতে হানা দেন তদন্তকারীরা। উদ্ধার করা হয় কালীঘাটের কিশোরীকে। সেই সঙ্গে দক্ষিণ কলকাতারই বাসিন্দা কিশোরীর ২ বান্ধবীকেও উদ্ধার করে পুলিশ। ৩ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে লক্ষ্মী মাহাতো নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, মূলত দরিদ্র পরিবারের কিশোরীরাই এই চক্রের টার্গেট। দ্রুত অর্থ উপার্জনের টোপ দেওয়া হত তাদের। পুলিশ সূত্রে দাবি, যারা সেই ফাঁদে পা দিত, সেই সব কিশোরীকে বিহার, উত্তরপ্রদেশের মতো জায়গায় পাচার করে দেওয়া হত। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন অনুষ্ঠানে নাবালিকাদের নাচের জন্য পাঠানো হত। চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।