এক্সপ্লোর
আজ কোজাগরী লক্ষ্মী পুজো, ঘরে ঘরে চলছে দেবী আরাধনার প্রস্তুতি

কলকাতা: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। রীতি মেনে চলছে দেবীর আরাধনা। কোথাও প্রসাদ ফল। কোথাও আবার দেবীর জন্য বিশেষ খিচুড়ি ভোগ। সকাল থেকে শুরু পুজোর কাজ। কোজাগরি শব্দের আক্ষরিক অর্থ কে জাগোরে? অর্থাত্ কে জেগে আছে? রাত জেগে দেবীর আরধানা করাই এই পুজোর রীতি। কথিত আছে এদিন মর্ত্যে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আর্শীবাদ করেন। রাত পর্যন্ত দেবী লক্ষ্মীর আরাধনা শেষে সারারাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















