এক্সপ্লোর
Advertisement
স্কুটার থামিয়ে ফোনে কথা বলার সময় ধাক্কা গাড়ির, মা উড়ালপুলের নিচে পড়ে মৃত যুবক, জখম হবু স্ত্রী
সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র মা উড়ালপুলের উপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন হবু স্ত্রী দ্যুতি পাল।একমাসের মধ্যেই তাঁদের বিয়ে। কিন্তু, তার আগেই পথে যে কী বিপদ অপেক্ষা করে রয়েছে, তা আঁচ করতে পারেননি কেউ।
সন্দীপ সরকার, কলকাতা: ঘড়িটা ভেঙে চুরমার!এই ঘড়ি যাঁর হাতে ছিল, থেমে গেছে তাঁর জীবনও! মা উড়ালপুলে স্কুটার দাঁড় করিয়ে, ফোনে কথা বলতে গিয়ে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর হবু স্ত্রী।
সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র মা উড়ালপুলের উপর দিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন। পিছনে বসে ছিলেন হবু স্ত্রী দ্যুতি পাল।
একমাসের মধ্যেই তাঁদের বিয়ে। কিন্তু, তার আগেই পথে যে কী বিপদ অপেক্ষা করে রয়েছে, তা আঁচ করতে পারেননি কেউ। পুলিশ সূত্রে দাবি,
ফোন আসায় উড়ালপুলেই স্কুটার দাঁড় করিয়ে ফোন ধরতে যান অরিজিৎ।
তখনই পিছন থেকে একটি গাড়ি থেকে স্কুটারে ধাক্কা মারে। উড়ালপুল থেকে ছিটকে সোজা নীচে আছড়ে পড়েন অরিজিৎ।
জানা গেছে, বাইক থামিয়ে অসতর্ক হয়ে ফোন ধরতে যান ওই যুবক। তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। সঙ্গে উড়ালপুল থেকে ছিটকে পড়েন যুবক। মোটরবাইকটি উপরেই পড়ে থাকে। পিছনে সঙ্গী ছিলেন, তিনি ফ্লাইওভারের উপর পড়ে যান।
যে গাড়িটি স্কুটারে ধাক্কা মারে, তার চালক ফাহিম হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনিও এদিন মা এবং ভাইকে নিয়ে সায়েন্স সিটি থেকে ফিরছিলেন।
গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত তরুণের হবু স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement