এক্সপ্লোর
Advertisement
জোর জনমুখী প্রকল্পে, মন্ত্রীদের দিক-নির্দেশ মমতার
কলকাতা: শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম প্রশাসনিক বৈঠক হয় টাউন হলে। এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, উন্নয়নই হবে তাঁর সরকারের অভিমুখ। দল-মত নির্বিশেষে, সব জায়গায় সবার জন্য উন্নয়ন। বকেয়া প্রকল্পগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেতু-সহ বিভিন্ন পরিকাঠামো নজরদারিতেও জোর দিতে বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে সব প্রকল্পের কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি সে সব দ্রুত শেষ করতে হবে।
ভোটের মুখে পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয়েছিল তৃণমূল সরকারকে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য শুরু থেকেই সতর্ক মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুক্রবার, টাউন হলের বৈঠকে, পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে তাঁর নির্দেশ,
অগ্রাধিকারের ভিত্তিতে ব্রিজ-ফ্লাইওভারগুলির রক্ষণাবেক্ষণ এবং নজরদারি করতে হবে। প্রয়োজনে করতে হবে মেরামতি।
পরিবহণমন্ত্রীকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, টোটো সমস্যার সমাধানসূত্র খুঁজতে। এর জন্য গড়ে দিয়েছেন চার সদস্যের কমিটি। মমতা বলেন, আদালতের রায়কেও মর্যাদা দিতে হবে। আবার সাধারণ মানুষের স্বার্থও যাতে বিঘ্নিত না হয়, সেটাও দেখতে হবে।
সম্প্রতি, নদিয়ার শান্তিপুরে নৌকাডুবির ঘটনায় অন্তত কুড়ি জনের মৃত্যু হয়। সূত্রের খবর, এই প্রেক্ষিতে, এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জেলায় জেলায় ফেরিঘাটগুলিকে পরিবহণ দফতরের আওতায় আনতে হবে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলেন,
জুলাই মাসের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছনোর কাজে অগ্রাধিকার দিতে হবে।
সূত্রের খবর, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আবেদনকারীরা প্রত্যেকেই যেন ডিজিট্যাল রেশন কার্ড পান, তা সুনিশ্চিত করতে হবে। বর্ষার মুখে সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর নির্দেশ, জল ছাড়ায় যাতে ফের বিপাকে না পড়তে হয়, তার জন্য ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। নদী-বাঁধগুলিকে রাখতে হবে নজরদারিতে।
মমতার এবারের মন্ত্রিসভায় নতুন মুখ, রবীন্দ্রনাথ ঘোষ এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সূত্রের খবর, তাঁকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি কাজে স্বচ্ছতা আনতে উত্তরবঙ্গে ১০০ শতাংশ ই-টেন্ডারিং চালু করার।
এ দিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত সকল মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ভোটের জন্য যেহেতু তিন মাস সময় নষ্ট হয়েছে, তাই ১২ মাসের কাজ করতে হবে ৯ মাসে। দেরি না করে জরুরিভিত্তিতে কাজে ঝাঁপিয়ে পড়ুন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বকেয়া কাজ আগে শেষ করতে হবে। কোথাও কোনও কাজ ফেলে রাখা চলবে না।
টাউন হল থেকে শুরু। এবার জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।১৪ তারিখ জঙ্গলমহল দিয়ে শুরু। সেদিন বৈঠক করবেন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, নবান্ন থেকে সরকার না চালিয়ে, বার বার জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করার রাজনৈতিক সুফলও এ বার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সর্বত্রই তৃণমূল এবার ভাল ফল করেছে। এ কথা মাথায় রেখেই, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement