এক্সপ্লোর
Advertisement
অসুস্থ মান্নানকে দেখতে হাসপাতালে মমতা, বললেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন
কলকাতা: প্রতিপক্ষের প্রতি রাজনীতিবিদদের একাংশের অসৌজন্য যখন মাত্রা ছাড়াচ্ছে, তখন পশ্চিমবঙ্গে সৌজন্যের নজির গড়ে বিধানসভাকাণ্ডে অসুস্থ হওয়া বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার দুপুর ২টা ৫৫-য় নবান্ন যাওয়ার পথে আচমকাই গাড়ি ঘুরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ নেতাকে দেখতে বাইপাস লাগোয়া হাসপাতালে যান মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিরোধী দলনেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এরপর সোজা মান্নানের কেবিনে চলে যান। ইঞ্জেকশনের প্রভাবে তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন মান্নান। মুখ্যমন্ত্রীকে দেখে জেগে ওঠেন তিনি। হাতও নাড়েন। অসুস্থ কংগ্রেস বিধায়কের উদ্দেশে মমতা বলেন, মান্নানদা, দ্রুত সুস্থ হয়ে উঠুন, ভাল হয়ে উঠুন।
মিনিট দশেক থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
দলীয় নেতাকে দেখতে মনোজ চক্রবর্তী, সুখবিলাস বর্মা-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাও এদিন হাসপাতালে যান।
ভাঙচুর সংক্রান্ত বিল পেশ ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন। বারণ না শুনে বিধানসভা ভাঙচুরের পুরনো ছবি সম্বলিত অ্যাপ্রন পড়ে বিলের প্রতিবাদ জানানোয় মান্নানকে ২ দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। কিন্তু কক্ষ ছাড়তে চাননি তিনি। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেন মার্শাল। সেই সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ নেতা। ঠিকানা হয় হাসপাতাল। মান্নানের বুকে পেসমেকার বসানো হয়েছে। এর আগে অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রী তাঁকে দেখতে গিয়েছিলেন। মান্নানের আরোগ্য কামনা করে বলেছিলেন, দ্রুত বিধানসভায় ফিরতে হবে। এবার সৌজন্যের বার্তা দিয়ে তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, ২-১ দিনের মধ্যে মান্নানকে ছুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement