ব্যক্তিগত গোপনীয়তার অধিকার: সু্প্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা
![ব্যক্তিগত গোপনীয়তার অধিকার: সু্প্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা Mamata Welcomes Sc Verdict On Right To Privacy ব্যক্তিগত গোপনীয়তার অধিকার: সু্প্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/13162508/mAMATA.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে শীর্ষ আদালত যে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।
আজ ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক অধিকার বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
[embed]https://twitter.com/MamataOfficial/status/900618196293742592[/embed]পাশাপাশি, প্যান, আধার ও ক্রেডিট কার্ডের তথ্য সামনে আনা যাবে না বলে জানিয়েছেন বিচারপতিরা। কোনও নাগরিকের থেকে বায়োমেট্রিক তথ্য নিলে তা কোথায় ব্যবহার করা হবে তার আইনি যুক্তি সরকারকে দিতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)