এক্সপ্লোর
Advertisement
শারদ শোভাযাত্রার মেগা কার্নিভালে রাঙিয়ে উঠল রেড রোড
কলকাতা: শারদোৎসবের শেষে মেগা কার্নিভাল। পুজো শেষেও উৎসবের আনন্দে ভাসল রেড রোড। বিসর্জনের আগে রেড রোডে ৩৯টি সেরা পুজোর শোভাযাত্রা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। সামনের বছর ট্যাবলো নিয়ে শোভাযাত্রায় থাকবে ৭৫টি পুজো, জানালেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বিশেষ শোভাযাত্রা। দুপুর থেকেই শহরের পুজো মণ্ডপগুলি থেকে রেড রোডের উদ্দেশে নিয়ে যাওয়া হয় একের পর এক প্রতিমা। ঘড়ির কাঁটায় তখন দুপুর আড়াইটে। হেস্টিংস মোড়ে আনা হয় প্রতিমাগুলিকে।
তারপর খিদিরপুর রোড থেকে ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট, ক্যাসুরিনা অ্যাভিনিউ, জে কে আইল্যান্ড হয়ে রেড রোডে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয় প্রতিমাগুলিকে। বিকেল পৌঁনে পাঁচটায় রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী।
শোভাযাত্রার জন্য রেড রোড ও মেয়ো রোডে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। খিদিরপুর রোডের একাংশেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় আউট্রাম রোড, হসপিটাল রোড ও কিংস ওয়ে-তে।
বিকেল পাঁচটা নাগাদ শুরু হয় শোভাযাত্রা। একে একে শোভাযাত্রায় অংশ নেয় ৩৯টি সেরা পুজোর প্রতিমা। নাচ, গান, ঢাকের বাদ্যি-- রোজকার চেনা রেড রোড তখন উৎসব মুখর। নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ছবিও তুলতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
কেউ নাচে-গানে, কেউ কবিতায় বা কেউ কথায়। শোভাযাত্রায় নিজেদের থিম তুলে ধরেন পুজোর উদ্যোক্তারা। অনেকে মাতলেন সিদুঁরখেলাতেও। এদিনের শোভাযাত্রায় অংশ নেয় কচিকাঁচারাও। মঞ্চ থেকে নেমে তাদের মধ্যে একজনের হাতে ফুলের বোকে তুলে দেন মুখ্যমন্ত্রী।
শোভাযাত্রা শেষে রেড রোড থেকে ইডেন গার্ডেন্স, কিংস ওয়ে হয়ে বাবুঘাটের উদ্দেশে রওনা করে দেওয়া হয় প্রতিমাগুলিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement