এক্সপ্লোর
আঘাতের চিহ্ন নেই, লেক গার্ডেন্সে খেলনা বোঝাই ঘর থেকে যুবকের দেহ উদ্ধার

কলকাতা: বাড়িতে কোনও শিশু নেই। কিন্তু ঘরবোঝাই খেলনা। আর পড়ে রয়েছে একটি মৃতদেহ। লেক গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে এভাবেই উদ্ধার হয়েছে অনির্বাণ মাইতি নামে বছর চল্লিশের এক যুবকের মৃতদেহ। তাঁর দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছে পুলিশ। বাবা-মায়ের মৃত্যুর পর গত কয়েক বছর ধরে ফ্ল্যাটে একাই থাকতেন অনির্বাণ। এক যুবক তাঁকে খাবার সরবরাহ করতেন। ওই যুবকের দাবি, শুক্রবার খাবার দিতে এসে বারবার ডেকেও তিনি সাড়া পাননি। এরপর তিনিই দরজা ভেঙে ভিতরে ঢুকে অনির্বাণকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। লেক থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। তারা জানতে পেরেছে, রিজেন্ট পার্ক থানা এলাকায় অনির্বাণের একটি জমি ছিল। সম্প্রতি সেটি প্রোমোটারকে দেন তিনি। সেই প্রোমোটারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জানার চেষ্টা চলছে, জমি সংক্রান্ত কারণেই কি এই মৃত্যু? নাকি আত্মহত্যা? অনির্বাণের মানসিক অবস্থাও ভাবাচ্ছে তদন্তকারীদের। তাঁদের প্রশ্ন, বাড়িতে কোনও শিশু না থাকা সত্ত্বেও এত খেলনা কেন? আজ মৃতদেহের ময়না তদন্ত হবে। তারপরই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















