এক্সপ্লোর
Advertisement
জাপান থেকে ভারতে ফিরুক বাবার চিতাভস্ম, চাইছেন নেতাজী-কন্যা
কলকাতা: জাপান থেকে বাবার চিতাভস্ম ফিরুক ভারতে। চান নেতাজি-কন্যা অনিতা পাফ। জাপানের সংবাদপত্রে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে একথা জানিয়েছেন লন্ডনের সাংবাদিক আশির রায়। তাঁর বোস ফাইলস ওয়েবসাইটে জানিয়েছেন, জাপানি ওই সংবাদপত্রের দাবি, নেতাজি-কন্যা চান, বাবার চিতাভস্ম ভারতে নিয়ে আসা হোক। কারণ, ভারত এখন স্বাধীন দেশ আর বাবা চাইতেন ভারত স্বাধীন হোক। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে জাপান সরকারের করা তদন্তের রিপোর্ট তৈরি হয় ১৯৫৬ সালের জানুয়ারি মাসে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই একটি খবর প্রকাশিত হয়েছে জাপানি সংবাদপত্রে। যে রিপোর্টটি বোস ফাইলসে প্রকাশিত হয়েছে গত পয়লা সেপ্টেম্বর। আগামী ৩০ সেপ্টেম্বর ওই রিপোর্ট প্রকাশ করবে জাপান সরকার। বোস ফাইলস ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইপেই বিমান দুর্ঘটনাতেই যে নেতাজির মৃত্যু হয়েছিল, জাপান সরকারের এই তথ্য প্রকাশিত হলে তা স্পষ্ট হয়ে যাবে। যাঁরা শেষ সময়ে নেতাজির পাশে ছিলেন বলে দাবি, তাঁদের একজন হাবিবুর রহমান। হাবিবুর রহমানের একটি বয়ান এর আগে আশিস রায় তাঁর ওয়েবসাইটে প্রকাশ করেছেন, যেখানে হাবিবুর দাবি করেছেন, ১৯৪৫ সালের ২২ অগাস্ট সামরিক বন্দোবস্তের মধ্যে নেতাজির শেষকৃত্য হয়। ২৩ অগাস্ট তাঁর দেহভস্ম সংগ্রহ করা হয়। যা রাখা রয়েছে টোকিও-র রেনকোজি মন্দিরে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement