এক্সপ্লোর
আয়ার ধাক্কায় প্রসূতির মৃত্যু, উত্তেজনা আরজিকর হাসপাতালে

কলকাতা: আয়ার ধাক্কায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা আরজিকর হাসপাতালে। রাস্তা অবরোধ প্রসূতির আত্মীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতালে যায় বিরাট পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপেই ওঠে পথ অবরোধ। আজ ভোরে কন্যা সন্তানের জন্ম দেন দেগঙ্গার বাসিন্দা বছর কুড়ির রেশমা বিবি। এরপর তাঁর রক্তক্ষরণ শুরু হয়। সেসময় হাসপাতালের এক আয়া টাকা চান। অত টাকা দিতে না পারায় ওই আয়া মহিলাকে ধাক্কা মারেন বলে অভিযোগ। ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান রেশমা। পরে মৃত্যু হয় তাঁর। আয়ার ধাক্কায় প্রসূতির মৃত্যুর অভিযোগ সম্পর্কে আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল শুদ্ধধন বট্টব্যাল জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্তের দোষ প্রমাণ হলে, কড়া শাস্তি দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















