এক্সপ্লোর
ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে ফেলে যাওয়া হল বৃদ্ধকে, স্থানীয়দের দেওয়া মশারির ভেতর বসে পাঁচদিন, অবশেষে উদ্ধার পুলিশের
এক অসহায় বৃদ্ধকে ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে এভাবেই ফেলে যাওয়া হয় বলে অভিযোগ।
![ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে ফেলে যাওয়া হল বৃদ্ধকে, স্থানীয়দের দেওয়া মশারির ভেতর বসে পাঁচদিন, অবশেষে উদ্ধার পুলিশের Old man found at dustbin beside VIP road in Kolkata, rescued by police ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে ফেলে যাওয়া হল বৃদ্ধকে, স্থানীয়দের দেওয়া মশারির ভেতর বসে পাঁচদিন, অবশেষে উদ্ধার পুলিশের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/05013935/web-6pm-kol-old-man-rescued-from-bin-still-040320.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়ন্ত পাল, এবিপি আনন্দ: ডাস্টবিনে বসে আছেন বৃদ্ধ।অমানবিক এই দৃশ্য বিমানবন্দর থানা এলাকার। এই শহরের।
এক অসহায় বৃদ্ধকে ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে এভাবেই ফেলে যাওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে অভিযোগ, বৃদ্ধের পুত্র ও পুত্রবধূ ভ্যানে করে নিয়ে এসে বৃদ্ধকে ওই জায়গায় ফেলে দিয়ে যান। তারপর স্থানীয়রাই জোগাড় করে দেন মশারি, খাবার। পাঁচদিন ধরে মশারির মধ্যে পড়ে ছিলেন বৃদ্ধ, এমনটাই স্থানীয় সূত্রে দাবি।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বুধবার যাওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। উদ্ধার করা হয় ৬৫ বছরের বৃদ্ধকে। ওই ঘটনা ঘটেছে বিমানবন্দর থানা এলাকার বিরাটির গ্রিনপার্ক এলাকায়। ভিআইপি রোডের ধারে আবর্জনার স্তূপে পড়ে ছিলেন বৃদ্ধ।
স্থানীয় সূত্রে দাবি, মঙ্গলবার বৃষ্টিতে ভিজে বৃদ্ধের জ্বর এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে শুধু বলতে পেরেছেন, তাঁর বাড়ি কাঁকিনাড়ায়। আর কিছু বলতে পারেননি। বুধবার পুলিশ ৬৫ বছরের ওই বৃদ্ধকে উদ্ধার করে।
এরপর বৃদ্ধকে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় দমদমের এক বৃদ্ধাবাসে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃদ্ধের বাড়ি কোথায়, কারা ফেলে গিয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
তবে প্রশ্ন উঠেছে, ওই রাস্তার পাশ দিয়ে দিনে রাতে পুলিশের টহল চলে। তা সত্ত্বেও কেন বিষয়টি পুলিশ কর্মীদের চোখে পড়ল না?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)