এক্সপ্লোর
Advertisement
ফের করোনা আক্রান্ত প্রসূতি, সন্তান সহ মা-কে পাঠানো হল এম আর বাঙুর হাসপাতালে
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১২ হাজার ৩৮০।
কলকাতা: কলকাতা মেডিক্যালের পর এবার এনআরএস। ফের করোনা আক্রান্ত এক প্রসূতি। সোমবার সন্তান প্রসব করেন ওই মহিলা। গতকাল তাঁর নমুনা রিপোর্ট পজিটিভ আসে।
এনআরএস হাসপাতাল সূত্রে খবর, লেবার রুম ও গাইনি ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ওই মহিলার সংস্পর্শে আসা অন্য রোগীদের। কোন কোন চিকিত্সক ও স্বাস্থ্য কর্মী ওই মহিলার সংস্পর্শ এসেছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। সদ্যোজাত ও প্রসূতিকে পাঠানো হল এম আর বাঙুর হাসপাতালে।
প্রসঙ্গত, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১২ হাজার ৩৮০। সংক্রমণ-মুক্ত ১ হাজার ৪৮৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের।
বেঙ্গালুরু, আগরা এবং পুণেতে তিন করোনা আক্রান্তের মৃত্যু। মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত আরও ১৬৫ জন। গুজরাতে নতুন করে আক্রান্ত ১০৫। আগরায় নতুন করে সংক্রমিত ১৯ জন। উত্তরপ্রদেশের কানপুরে দুই রোগীর মৃত্যু। দুজনেই করোনা আক্রান্ত বলে সন্দেহ।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। মোট আক্রান্ত ২ হাজার ৯১৬। মধ্যপ্রদেশে মৃত্যু ৫৩ জনের। আক্রান্ত ৯৮৭। দিল্লিতে মৃতের সংখ্যা ৩২। আক্রান্ত ১ হাজার ৫৭৮। তামিলনাড়ুতে মৃত ১৪। আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। দক্ষিণ দিল্লির মালব্য নগরে করোনা আক্রান্ত পিত্জা ডেলিভারি বয়। এলাকার ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রশাসনের। বিষয়টি জানা নেই, দাবি দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর। দিল্লিতে করোনা সংক্রমণ এক পুলিশ কর্মীর। তাঁর স্ত্রী স্থানীয় হাসপাতালের নার্স। ওই এসআই-এর স্ত্রী ও ছেলেরও করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা। পুলিশ আবাসনের তিনটি ব্লকের সমস্ত বাসিন্দাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ।
জম্মু কাশ্মীর পুলিশের এক আধিকারিকের ছেলে করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ১৯ জন পুলিশ কর্মী। সম্প্রতি এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন ওই পুলিশ অফিসারের ছেলে। পরিবারের সদস্যদেরও কোয়ারেন্টিন করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement