এক্সপ্লোর
ঠাকুরপুকুরে রাস্তায় ধস, ডায়মন্ডহারবার রোডে ব্যাহত যান চলাচল

কলকাতা: ফের শহরের রাস্তায় ধস। ঠাকুরপুকুরের পোড়া অশ্বত্থতলায় ডায়মন্ডহারবার রোডে ধস নামে। রাস্তা তৈরির কাজ চলাকালীন ভোর ৫টা নাগাদ বিষয়টি নজরে আসে পূর্ত দফতরের কর্মীদের। দেখা যায় ডায়মন্ডহারবার রোডের তারাতলাগামী রাস্তায় প্রায় ৪ ফুট চওড়া ও ৩ ফুট গভীর ধস নেমেছে। এরপরই ওই জায়গাটি ঘিরে ফেলা হয়। ধস নামায় ডায়মন্ডহারবার রোডে যান চলাচল ব্যাহত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভোগান্তির আশঙ্কা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















