এক্সপ্লোর
সঞ্জয় রায়ের মৃত্যু: অ্যাপোলো হাসপাতালের ২ চিকিৎসককে ফুলবাগান থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
কলকাতা: ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে নেমে ১৬ জনের তালিকা তৈরি করেছে পুলিশ। যাঁদের মধ্যে রয়েছেন ১০ জন চিকিত্সক এবং হাসপাতালের ৬ জন আধিকারিক ও কর্মী।
শনিবার এই ১৬ জনের মধ্যে ২ জন চিকিত্সক ও হাসপাতালের ক্যাশিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। যেদিন সঞ্জয় রায়কে অ্যাপোলোয় ভর্তি করা হয়, সেদিন এমারজেন্সি ওয়ার্ডের দায়িত্বে ছিলেন এই ২ চিকিত্সক।
সঞ্জয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির জন্য মৃত্যু, চাপ দিয়ে টাকা আদায় সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২ চিকিত্সকের কাছে তদন্তকারীরা জানতে চান, সঞ্জয়ের চিকিত্সায় কোনও গাফিলতি হয়েছিল কি না, টাকা না দেওয়ার জন্য চিকিত্সা বন্ধ ছিল কি না। ক্যাশিয়ারের কাছে টাকা জমা দেওয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়।
ইতিমধ্যে অ্যাপোলো হাসপাতালের সিসিটিভি উদ্ধার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে মৃতের পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করলেও, পুলিশ সূত্রে খবর, ফুটেজে তেমন কিছু মেলেনি।
এরই মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে খবর, সেখানে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত রক্তক্ষরণের কথা বলা হয়েছে।
এতদিন ভর্তি থাকলেও কেন সঞ্জয় রায়ের রক্তক্ষরণ বন্ধ করা যায়নি? চিকিত্সকদের কাছে এবিষয়েও জানতে চান তদন্তকারীরা। এদিন পুলিশি তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সঞ্জয়ের পরিবার।
পুলিশ সূত্রে খবর, অ্যাপোলোর জমা দেওয়া নথি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। ১৬ জনের তালিকায় নাম থাকা অ্যাপোলোর বাকি চিকিত্সক ও কর্মীদেরও বয়ান রেকর্ড করবে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement