এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর: স্বাভাবিক, ভারতের যে দৃষ্টিভঙ্গি, প্রিয়ঙ্কারও তা-ই হবে, পাক মন্ত্রীর দাবির পাল্টা জাভেদ আখতার
পাক মন্ত্রী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে ভারত সরকারের কাশ্মীর নীতি সমর্থনের অভিযোগ তুলে ইউনিসেফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা এইচ ফোরকে চিঠি লিখেছেন, প্রিয়ঙ্কাকে রাষ্ট্রপু্ঞ্জের শান্তি, শুভেচ্ছা দূত হিসাবে সরিয়ে দেওয়া হোক।
কলকাতা: জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্রের পদক্ষেপ সমর্থন করে পাকিস্তানের তীব্র সমালোচনার মুখে পড়া প্রিয়ঙ্কা চোপড়ার পাশে জাভেদ আখতার। পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি ভারত সরকারের কাশ্মীর সংক্রান্ত সিদ্ধান্তে সায় দেওয়ায় নামী অভিনেত্রী প্রিয়ঙ্কার রাষ্ট্রপুঞ্জের শান্তি ও শুভেচ্ছা দূতের পদ থেকে অপসারণ চেয়েছেন। সে ব্যাপারেই বুধবার রাতে এক অনুষ্ঠানের ফাঁকে বলিউডের খ্যাতনামা গীতিকার-কবির প্রতিক্রিয়া, অবশ্যই ভারতের যে দৃষ্টিভঙ্গি, প্রিয়ঙ্কারও তা-ই হবে। ওর কথায় পাকিস্তানের শাসককূল অসন্তুষ্ট হলে যা মন চায়, করতে পারে।
ভারত সরকারের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও গোটা রাজ্যকে দু টুকরো করার সিদ্ধান্তে পাকিস্তান খুব চটেছে। এই প্রেক্ষাপটেই পাক মন্ত্রী বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে ভারত সরকারের কাশ্মীর নীতি সমর্থনের অভিযোগ তুলে ইউনিসেফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েটা এইচ ফোরকে চিঠি লিখেছেন, প্রিয়ঙ্কাকে রাষ্ট্রপু্ঞ্জের শান্তি, শুভেচ্ছা দূত হিসাবে সরিয়ে দেওয়া হোক। প্রিয়ঙ্কা ভারত, পাকিস্তানের মধ্যে পরমাণু যু্দ্ধ চান বলে দাবি করেও শিরিন লেখেন, চোপড়া প্রকাশ্যে ভারত সরকারের অবস্থান অনুমোদন করেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে যে পরমাণু হুমকি দিয়েছেন, তাও সমর্থন করেছেন। এসবই রাষ্ট্রপুঞ্জের শান্তি ও শুভেচ্ছা দূত হিসাবে ওর যে নীতি তুলে ধরার কথা, তার সম্পূর্ণ পরিপন্থী।
জাভেদ পাল্টা বলেছেন, প্রিয়ঙ্কা চোপড়াকে ব্যক্তিগত ভাবে চিনি। সংস্কৃতিমনস্ক, ভদ্র, শিক্ষিত এবং ঘটনা হল, ও একজন ভারতীয়। প্রিয়ঙ্কার মতো একজন সাধারণ ভারতীয় নাগরিকের সঙ্গে পাকিস্তানের শাসককূলের মতামতের পার্থক্য, বিতর্ক হলে স্বাভাবিক ভাবেই তার মতামত হবে ভারতেরই মতামত।
জাভেদ আরেকটি প্রশ্নের উত্তরে জানান, তিনি প্রায় প্রতিদিনই সোস্যাল মিডিয়ায় ট্রোলড হন, তবে গত দু-তিনদিনে প্রচুর ঘৃণা-বিদ্বেষে ভরা মেসেজ পেয়েছেন। ইমরান খানের ট্যুইট সম্পর্কে নিজের মতামত দিয়ে মন্তব্য করায় কিছু লোক তাঁর ওপর অসন্তুষ্ট। উভয় সম্প্রদায়েরই ‘উগ্র, কট্টরপন্থীরা’ তাঁকে গালাগাল করলে নিশ্চিত হন যে, তিনি ঠিক কথাই বলছেন বলেও মন্তব্য করেন জাভেদ। বলেন, গালিগালাজ বন্ধ হলে ভাবব, কী ভুল হল!
সম্প্রতি জাভেদ ট্যুইট করেন, ইমরান সাহেব। ভারতের সংখ্যালঘুদের জন্য আপনার উদ্বেগ দেখে কৃতজ্ঞতা না জানালে অকৃতজ্ঞ প্রমাণিত হব। ভাবতে পারছি না, অন্যদের জন্য যখন আপনার এত দরদ, সহানুভূতি, তখন আপনার নিজের দেশে হিন্দু, খ্রিস্টান, আহমদিয়া, মোহাজির, বালোচদের জন্য আপনি কতই না সংবেদনশীল, দরদী!
এজন্য সোস্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ, বিদ্রূপ হয় জাভেদের। পাল্টা তিনি জবাব দেন, আমি ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদী, গর্বিত ভারতীয় যিনি হিন্দু ও মুসলিম-দুই গোষ্ঠীর মৌলবাদীদেরই চক্ষুশূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement