Sourav Ganguly Health LIVE Updates: কাল নয়, পরশুদিন সৌরভকে দেখতে আসছেন দেবী শেট্টি
Sourav Ganguly Hospitalised LIVE Updates: হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ।
LIVE
Background
কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে বাড়িতে জিম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন মহারাজ। ব্ল্যাক আউট হয়ে যান তিনি। তারপরই দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবরে জানা যাচ্ছে, আপাতত তিনি তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। এর্মাজেন্সি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।
এর আগে কখনও এরকম সমস্যার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও পড়েননি বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। পিঠে ও হাতে ব্যথা সহ বেশ কিছু অস্বস্তিতে ছিলেন তিনি। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।
ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উডল্যান্ডসের চিকিৎসকদের তত্বাবধানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসএসকেএম থেকে বিশেষজ্ঞ কার্ডিলজিস্ট সহ চিকিৎসকরা রওনা হয়েছেন উডল্যান্ডসের উদ্দেশ্যে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে হালকা ডিনারের পর ভাল ঘুমিয়েছেন তিনি। সকালে টোস্ট, ছানা, কর্নফ্লেক্স দিয়ে প্রাতঃরাশ সারলেন মহারাজ। তিনি যথেষ্ট চনমনে রয়েছেন। রাতে হাসপাতালে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, খোলা হয়েছে অক্সিজেন সাপোর্ট। আজ সকালে ইসিজি রিপোর্ট সন্তোষজনক। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যবেক্ষণে রাখা হবে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল