এক্সপ্লোর
সেন্ট পলস কলেজে ছাত্র নিগ্রহ কাণ্ডে এখনও অধরা অভিযুক্তরা

কলকাতা: সেন্ট পলস কলেজের ছাত্র নিগ্রহকাণ্ডে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও ধরা পড়েনি অভিযুক্তরা। অশান্তি এড়াতে কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ থেকে কলেজে যাঁরা ঢুকবেন তাঁদের রেজিস্টারে সই করতে হবে। লিখতে হবে ক্যাম্পাসে ঢোকার কারণ। প্রতিদিন বিকেল ৫টায় কলেজ বন্ধ হয়ে যাবে। ছুটির পরে ক্যাম্পাসে কোনও পড়ুয়াকে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সিদ্ধান্ত নিয়েছে, তদন্ত চলাকালীন সাসপেন্ড থাকবেন অভিযুক্ত শিক্ষাকর্মী। অভিযুক্ত তিন নেতাকে শোকজ করেছে টিএমসিপিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















