এক্সপ্লোর
নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল পড়ুয়াদের, সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির রাজ্য দফতরের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ। শহিদ মিনার থেকে মহাজাতি সদন পর্যন্ত পড়ুয়াদের মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, এসআরএফটিআই-সহ একাধিক প্রতিষ্ঠানের পড়ুয়ারা সামিল হয়েছেন মিছিলে।

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ। শহিদ মিনার থেকে মহাজাতি সদন পর্যন্ত পড়ুয়াদের মিছিল। বিজেপি রাজ্য দফতরের সামনে মিছিলে উত্তেজনা। বাঁশের ব্যারিকেড ভেঙে ডিভাইডার টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি অফিস সংলগ্ন গলি থেকে পাল্টা স্লোগান দিতে দেখা দেয় গেরুয়া শিবিরের লোকজনদের। যদিও বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশও। পড়ুয়াদের মিছিলের পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি দফতরের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মিছিল মেডিক্যাল কলেজ পেরোতেই পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপির অফিসের দিকে মিছিল ঢোকার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি বেধে যায়। পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে ডিভাইডার টপকে ঢোকার চেষ্টা করে। এরপর মহাজাতি সদনে পৌঁছে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ওপর বলপ্রয়োগ ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে পথে নেমেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















