এক্সপ্লোর
যাদবপুর এবং প্রেসিডেন্সির পড়ুয়াদের পোশাক এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে সুব্রত মুখোপাধ্যায়

কলকাতা: যাদবপুর এবং প্রেসিডেন্সির পড়ুয়াদের পোশাক এবং আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক বাড়ালেন সুব্রত মুখোপাধ্যায়। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সওয়ালে অনড় থেকে দিলেন ব্যাখ্যা। বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে না বললেই ভাল। পাল্টা কটাক্ষ পড়ুয়াদের।
বিধি-বিতর্কের মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান নেমে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন। এবার একধাপ এগিয়ে পড়ুয়াদের পোশাক নিয়েও প্রশ্ন তুলে বিতর্ক আরও বাড়ালেন এই বর্ষীয়াণ মন্ত্রী।
যাদবপুরের পড়ুয়াদের অবশ্য পাল্টা দাবি, পোশাক তো ব্যক্তিগত বিষয়! তা নিয়ে মন্ত্রীর মাথাব্যথা কীসের?
সুব্রত মুখোপাধ্যায় অবশ্য এখানেও থামেননি। পোশাকের পাশাপাশি দু’শো ছুঁইছুঁই প্রেসিডেন্সি ও পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুরের পড়ুয়াদের আন্দোলনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও, যাদবপুরের পড়ুয়ারা এই অভিযোগ মানতে একেবারে নারাজ।
বিতর্ক অবশ্য এই প্রথমবার নয়। দু’দিন আগেই মান নিয়ে প্রশ্ন তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন বছর বন্ধ রাখতে সওয়াল করেন সুব্রত মুখোপাধ্যায়। এই মন্তব্য ঘিরে শিক্ষামহলে বিতর্কের ঝড় উঠেছে। যদিও, সুব্রত মুখোপাধ্যায় নিজের অবস্থানে অনড় থেকে তার ব্যাখ্যা দিয়েছেন।
পড়ুয়াদের একাংশ পঞ্চায়েতমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় সরব হলেও, অনেকে আবার বলছেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা যেভাবে মহিলাদের অন্তর্বাস পড়ে বিক্ষোভে সামিল হয়েছেন, সেটা সত্যিই সীমা ছাড়িয়েছে।
সব মিলিয়ে বিধি-বিতর্কের পর এবার পোশাক নিয়ে মন্ত্রীর মন্তব্যে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
আইপিএল
Advertisement
