এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
মেয়াদ বৃদ্ধি চান না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত
কলকাতা: উপাচার্য পদে অনিচ্ছা ‘সরকারের লোক’-এর!
নতুন করে আর মেয়াদ বৃদ্ধি চাইছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। চলতি মাসের মাঝামাঝি তিনি আচার্যকে চিঠি পাঠিয়েছেন। জানিয়েছেন নতুন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কাজ করার ক্ষেত্রে অনিচ্ছার কথা। রাজভবন সূত্রে খবর, সেই চিঠি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দফতরে।
কেন সুগতর এই চিঠি? তিনি বলছেন, সেন্টার ফর সোশাল স্টাডিজের লিয়েন শেষ হচ্ছে ১৪ জুলাই। ১৫ তারিখ সেখানে কাজে যোগ দিতে হবে। তাই আচার্যকে চিঠি দিয়ে জানিয়েছি।
সুগত মারজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। চলতি বছরেরই ১৫ জানুয়ারি উপাচার্য পদে তাঁর মেয়াদ ৬ মাস বাড়ে। সেই মেয়াদও শেষ হচ্ছে ১৪ জুলাই। সেন্টার ফর সোশাল স্টাডিজে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া চেয়ার প্রফেসর থেকে লিয়েন নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন। এখন সেই লিয়েন শেষ হওয়াতেই রাজ্যের বিশ্ববিদ্যালয় ছেড়ে কেন্দ্রীয় সংস্থায় ফিরতে চান অর্থনীতিবিদ সুগত মারজিত।
গতবছরের ১৫ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন সুগত মারজিত। কাজে যোগ দিয়েই তিনি নিজেকে কার্যত সরকারের লোক বলে ঘোষণা করেন।
তৃণমূল জমানায় যাঁর নিয়োগ, যিনি নিজেকে সরকারের লোক বলতেই পছন্দ করেন, সেই তিনিই আর মেয়াদ বৃদ্ধি চাইছেন না। সরকারি সূত্রে খবর, এই পরিস্থিতিতে নতুন উপাচার্য কীভাবে নিয়োগ করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement