এক্সপ্লোর
রিজেন্ট পার্কে কলেজছাত্রীর 'আত্মহত্যা', বাড়িওয়ালার নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ
![রিজেন্ট পার্কে কলেজছাত্রীর 'আত্মহত্যা', বাড়িওয়ালার নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ Suicide Of A College Girl In Regent Park Minor Son Of House Owner Accused রিজেন্ট পার্কে কলেজছাত্রীর 'আত্মহত্যা', বাড়িওয়ালার নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/09000329/regent-park-suicide.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রিজেন্ট পার্ক থানা এলাকায় কলেজছাত্রীর রহস্যমৃত্যু। পরিবারের দাবি, বাড়িওয়ালার নাবালক ছেলের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। প্রেমিককে জানালে, সে অপমান করে। তার জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার প্রথম বর্ষের ছাত্রীটিকে ভাড়াবাড়ির ঘর থেকে দ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানেই শনিবার তরুণীর মৃত্যু হয়। পরিবারের দাবি, বাড়িওয়ালার নাবালক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলেজছাত্রীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক একাধিকবার সহবাস করে। এর জেরে সম্প্রতি তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ, বৃহস্পতিবার তিনি প্রেমিককে বিষয়টি জানান। কিন্তু প্রেমিকাকে চড় মারে ওই নাবালক। এই অপমানেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। মা-বাবা যখন বাড়িতে ছিলেন না, সেই সময়ই নেন চরম সিদ্ধান্ত! প্রেমিক ও তার বাবাই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান।
যে ঘর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে, ওই ঘরের দেওয়ালে নিজের ভালবাসার কথা লিখে গিয়েছেন তিনি। শনিবার সন্ধেয় নাবালকের নামে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রীর পরিবার। যার প্রেক্ষিতে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই বেপাত্তা নাবালক ও তার পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)