Fact Check: বাংলাদেশে 'আয়নাঘর'-এ গোপনে বিরোধীদের বন্দি করে নির্যাতন চালাতেন হাসিনা ? ভাইরাল ভিডিয়োর সত্যতা কী ?
Sheikh Hasina Viral Video: সমাজমাধ্যমে এই ভিডিয়ো বিপুলভাবে প্রচারিত হয়। ক্যাপশনে লেখা 'হাসিনার স্বীকারোক্তি- কীভাবে আয়নাঘর তৈরি হল, কীভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘরে দিনের পর দিন আটকে রাখা হয়'।

Claim: বাংলাদেশে 'আয়নাঘর' নামে বন্দি শিবির গড়েছিলেন শেখ হাসিনা এবং তিনি নিজেই তা স্বীকার করেছেন।
Fact Check: আয়নাঘর নামের এক বন্দি শিবির বাংলাদেশে তৈরি করার দাবি সম্পূর্ণরূপে মিথ্যে। এটি একটি ডিপফেকের দৃষ্টান্ত। বিবিসি নিউজ বাংলাকে ২০১৯ সালে দেওয়া একটি সাক্ষাৎকারের ডিপফেক ভিডিয়ো।
ফেসবুকে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদমাধ্যমে প্রকাশ্যে জানাচ্ছেন যে বাংলাদেশে তিনিই তৈরি করেছিলেন 'আয়নাঘর' যেখানে বন্দিদের উপর অকথ্য নির্যাতন চালানো হত। সংবাদসংস্থা বুম-এর ফ্যাক্টচেক ডেস্কের পক্ষ থেকে অনুসন্ধান করে দেখা গিয়েছে যে এই দাবি এবং এই ভিডিয়ো আদপেই ভুয়ো। এমন প্রমাণ মিলেছে যা থেকে বলা চলে যে ভাইরাল ভিডিয়োটি শেখ হাসিনার পুরনো ভিডিয়োর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কথা বসিয়ে বানানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আজ থেকে ৫ বছর আগে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার থেকে এই ভিডিয়োটি বানানো হয়েছে। বুম সংস্থার ডিপফেক অ্যানালিসিস ইউনিটের পক্ষ থেকে বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত নিয়ে বলা হয়েছে এই ভাইরাল ভিডিয়োটি আদপে এআই দ্বারা প্ররোচিত। একটি ভয়েস ক্লোনের ওভারল্যাপিং রয়েছে, আর হাসিনার সঙ্গে মিলিয়ে লিপসিঙ্ক করা হয়েছে।
শেখ হাসিনার শাসনকালে বলপূর্বক গুম করে দেওয়া এবং ভিন্নমতাবলম্বীদের বন্দি হিসেবে আটক করার অভিযোগ উঠেছিল। আর তাদের আটক করে চরম নির্যাতন করা হত তাদের উপরে। এই কেন্দ্রগুলিকে বাংলায় বলা হত আয়নাঘর, ইংরেজিতে যাকে বলে 'হাউজ অফ মিরর'। এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে শেখ হাসিনা বলছেন, 'তারেক সিদ্দিকী আমাকে আয়নাঘরের পরিকল্পনাটি দিয়েছিলেন। পরীক্ষামূলকভাবে এই আয়নাঘর বানানো হয়েছিল, আর এই ঘটনাকে ঘিরে তুমুল সমালোচনা হয়েছিল। ৩ ফুট বাই ৩ ফুটের একটি ঘর বানানো হয়েছিল যেখানে বিরোধী দলের নেতাদের এবং সাংবাদিকদের ধরে নিয়ে গিয়ে বন্দি করা হত।' আয়নাঘর নিয়ে আরও বক্তব্য রাখতে শোনা যায় হাসিনাকে।
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
সমাজমাধ্যমে বাংলায় ক্যাপশন দিয়ে এই ভিডিয়ো বিপুলভাবে প্রচারিত হয়। ক্যাপশনে লেখা হয় 'হাসিনার স্বীকারোক্তি- কীভাবে আয়নাঘর তৈরি হল, কীভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘরে দিনের পর দিন আটকে রাখা হয়'।
মূল ভিডিয়ো দেখুন এখানে
সিদ্ধান্ত
বুম সংবাদসংস্থার পক্ষ থেকে এই ভিডিয়োটি বিশ্লেষণ করা হয় এবং দেখা যায় প্রচুর জাম্পকাট রয়েছে, যা প্রমাণ করে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হয়েছে। ভিডিয়োর বেশ কিছু কিফ্রেম তুলে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় আদপে এটি হাসিনার ২০১৯ সালের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ। বিবিসি নিউজ বাংলাকে এই সাক্ষাৎকার দিয়েছিলেন হাসিনা। দেখা যায় হাসিনার পোশাক এবং ব্যাকগ্রাউন্ড দুটিই একই। মূল ভিডিয়োতে ২২ মিনিটের মাথায় হাসিনা কোনো আয়নাঘরের কথা বলেননি। আর এই ভিডিয়ো ইউটিউবে ছাড়া হয়েছে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি, ইউটিউবে লেবেল দেওয়া হয়েছে যে এটি একটি পরিবর্তিত ভিডিয়ো বা সিনথেটিক মিডিয়া। ইউটিউব ডিসক্লেমারেও ভিডিয়োতে যে এআই ব্যবহার হয়েছে তা বলে দিচ্ছে।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে BoomLive এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও পড়ুন: Fact Check: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, হিন্দুত্ব গ্রহণ শেখ হাসিনার ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
