Suvendu On DA: শুভেন্দুর নিশানায় মমতার সরকার, 'কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA-র তফাৎ ৩৫%..'
Suvendu Attacks TMC Govt ON DA: DA ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা, কী বললেন শুভেন্দু ?

কলকাতা: 'এ সরকার কর্মচারী বিরোধী সরকার। কেন্দ্রের সঙ্গে রাজ্যে সরকারের ডিএ-র তফাৎ ৩৫%। গোটা ভারতবর্ষে ৭পে কমিশন কার্যকর হয়ে গিয়েছে। ৫১টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছেন। গোটা রাজ্যে ২কোটির বেশি বেকার। আপনি একটাও চাকরি দিতে পারেননি', রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মূলত এদিন মুখ্যমন্ত্রী বলেন যে, 'অনেকে সরকারি কর্মীদের মাথা খারাপ করার চেষ্টা করেন, কুৎসায় কান দেবেন না'। বাম আমলে কত ডিএ হয়েছিল? বিরোধীদের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন '২০১১ থেকে ডিএ বাবদ ২ লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার। ৭৫ হাজার কোটির দেনা শোধ করে, কীভাবে করছি? ১০০ দিনের টাকার কাজ না পেয়ে কী করে করছি, জানতে চাইবেন না?।'
বিধানসভায় বেনজির সংঘাত, বাইরে ধর্নায় শুভেন্দু, ভিতরে আক্রমণে মমতা। তৃণমূলের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ মমতার । জঙ্গি-যোগের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশের হুঙ্কার । জঙ্গি-যোগের অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 'রাজ্য বিধানসভায় ৫০ শতাংশ সময়ই বিরোধীদের দেওয়া হয়', তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা চলছে, বলেন মুখ্যমন্ত্রী। এদিন পুরনো বিতর্কিত প্রসঙ্গে ফেরেন মমতা। বলেন, 'আমি বিধানসভার কোনও আসবাব ভাঙচুর করিনি। সে সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল। আমি একটা জিনিসেও হাত দিইনি, বলেন মুখ্যমন্ত্রী।
নাম না করে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'স্বামী বিবেকানন্দর বাড়ি দখল হয়ে যাচ্ছিল, তখন কোথায় ছিলেন? দার্জিলিঙে যে বাড়িতে ভগিনী নিবেদিতা মারা গিয়েছিলেন, সেই বাড়ি গুরুঙ্গরা নিচ্ছিল। আমি বললাম এই বাড়ি ফেরত দিতে হবে। আমি বললাম তুমি দেবে, কি দেবে না। সেই বাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম। দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে কত মিটিং হয়েছে, আমি নিজে হস্তক্ষেপ করেছি। হিন্দু ধর্মের পথপ্রদর্শক নেতারা একবারও বলেছিলেন গঙ্গাসাগর সেতু নিয়ে?। জগন্নাথধাম নিয়ে কী বলেছিলেন বকবক বাবু, খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে। খুব কুচুটিপনা হচ্ছে, কচুরিপানায় যান, পেয়ে যাবেন, সেজেগুজে বসে থাকুন।'
আরও পড়েন, কুম্ভে যেতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা, ৭৫ হাজার টাকা খরচ করে, গাড়িতে বাড়ি ফিরল শ্রীরামপুরের এক পরিবার !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
