এক্সপ্লোর
রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, বাতাসে জলীয় বাষ্প না থাকায় তাপমাত্রা আরও নামার পূর্বাভাস

কলকাতা: রাজ্যে বাধাহীনভাবে ঢুকছে উত্তুরে হাওয়া। ফলে গত বুধবার থেকে প্রতিদিনই সামান্য করে কমছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্প নেই। বেলা বাড়লেই উঠছে ঝকঝকে রোদ।এর ফলে রাজ্যে উত্তুরে হওয়া ঢুকতে কোনও বাধা আসছে না। নতুন করে জলীয় বাষ্প তৈরি না হলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। জানাল আবহাওয়া দফতর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















