এক্সপ্লোর
পুলিশের তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে জোকায় উত্তেজনা, ডায়মন্ডহারবার রোড অবরোধ

জোকা: পুলিশের তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে ঠাকুরপুকুরের জোকায় উত্তেজনা। ডায়মন্ডহারবার রোড অবরোধ। কলকাতা থেকে একটি ট্রাক সকাল ৬টা নাগাদ ডায়মন্ডহারবার যাচ্ছিল। অভিযোগ, কাগজ পরীক্ষার নাম করে ট্রাক দাঁড় করান ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। বৈধ কাগজ থাকা সত্বেও ট্রাকচালকের কাছ থেকে পুলিশকর্মীরা ৪০০ টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে, ট্রাকচালককে ওই পুলিশকর্মীরা টর্চ দিয়ে মাথায় মারেন বলে অভিযোগ। এর জেরে ক্ষিপ্ত হয়ে অন্য ট্রাকের চালক ও স্থানীয় বাসিন্দারা প্রায় ২ ঘণ্টা ডায়মন্ডহারবার রোড অবরোধ করেন। পরে ঠাকুরপুকুর থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















