এক্সপ্লোর
Advertisement
‘দলনেতাদের থেকে নিরাপদ নন’, ঘর বদলের আর্জি সহ অধ্যক্ষকে চিঠি বিধায়ক মানসের
কলকাতা: নিরাপত্তাহীনতায় ভুগছেন মানস ভুঁইয়া। তাঁর আশঙ্কা, দলের নেতাদের হাতেই আক্রান্ত হতে পারেন। মঙ্গলবার, বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে এবং তাঁকে চিঠি লিখে এই আশঙ্কার কথা জানিয়েছেন সবংয়ের কংগ্রেস বিধায়ক।
এদিন মানস বলেন, অধ্যক্ষকে চিঠি দিয়ে বলেছি, দলের নেতাদের হাতে মানসিক নির্যাতনের শিকার আমি। যে কোনও সময় আক্রান্ত হতে পারি। তাই আমার নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং আমার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করা হোক। অধ্যক্ষ বলেছেন বিষয়টি খতিয়ে দেখছেন।
গত সপ্তাহেই, কংগ্রেসের পরিষদীয় দল মানস ভুঁইয়াকে দল থেকে সাসপেন্ডের সুপারিশ করে। এক ধাপ এগিয়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্বেকে চিঠি লিখে, মানসকে দল থেকে বহিষ্কারের আর্জি জানান। এরপর, সোমবার, কংগ্রেসের পরিষদীয় দলের ঘরে ঢোকেননি মানস।
মঙ্গলবারও তাঁকে বিধানসভার লনে বসে থাকতে দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে, শুধু অধ্যক্ষকেই নালিশ জানিয়ে থেমে থাকেননি সবংয়ের বিধায়ক, চিঠি লিখেছেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, সিপি জোশিকেও। মানসের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি জানিয়েছেন, কংগ্রেস হাইকম্যান্ডের প্রতিই তিনি অনুগত। দলের একজন বর্ষীয়ান নেতা হওয়া সত্ত্বেও অধীর চৌধুরী-আব্দুল মান্নানরা তাঁকে হেনস্থা করছেন। প্রদেশ কংগ্রেসের এখন লণ্ডভণ্ড অবস্থা।
এ বিষয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে, মানস ভুঁইয়া জানিয়েছেন, সুবিচার পেতে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement