এক্সপ্লোর
Advertisement
সেনা মোতায়েন নিয়ে মন্তব্যের সমালোচনা রাজ্যপালের, উনি তো ৮ দিন রাজ্যেই ছিলেন না! পাল্টা মমতার
কলকাতা: সেনা মোতায়েন নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়াল শাসক দল। সেনার বিরুদ্ধে বলার আগে দায়িত্বশীল হওয়া উচিত, মন্তব্য কেশরীনাথ ত্রিপাঠীর। পাল্টা ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্রের সুরে কথা বলছেন রাজ্যপাল। রাজভবনে গিয়ে অসন্তোষ প্রকাশ তৃণমূলের।
ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের ভাষায় কথা বলছেন। উনি তো প্রায় আট দিন শহরেই ছিলেন না! এধরনের মন্তব্য করার আগে, সবকিছু খতিয়ে দেখা উচিত ছিল। গোটা বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক।
Before making statements, all details should have been checked. It is very unfortunate 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2016
এর ঘণ্টাখানেকের মধ্যেই সেনা মোতায়েনের প্রতিবাদে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। যার মধ্যে ছিলেন ৭ মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, পূর্ণেন্দু বসু। রাজ্যপালকে সাফ জানিয়ে দেন, সেনা বিতর্কে তাঁর অবস্থানকে ভাল চোখে দেখছে না শাসক দল।
এভাবেই সেনা মোতায়েনকাণ্ডে রাজভবন এবং নবান্ন জড়িয়ে পড়ল সংঘাতে। শনিবার রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে কেন্দ্র। এদিন তৃণমূল নেতৃত্ব ফের অভিযোগ করেছে, রাজ্য সরকারকে সম্পূর্ণ অগোচরে রেখেই সেনা মোতায়েন করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement