Weather Report: রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা! রাজ্যের ১৬ জেলায় শৈত্যপ্রবাহ, গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি
এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকাল সোমবারই ছিল মরশুমের দ্বিতীয় শীতলতম দিন। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই অবস্থা কয়েকদিন চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামিকাল, বুধবার থেকে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যের ১৬টি জেলায় আজ, মঙ্গলবারও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকাল সোমবারই ছিল মরশুমের দ্বিতীয় শীতলতম দিন। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই অবস্থা কয়েকদিন চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামিকাল, বুধবার থেকে।
কলকাতা-সহ গোটা রাজ্যে সবচেয়ে বেশি শীত থাকে জানুয়ারি মাসে। এবার জানুয়ারি মাসে পারদ একদিনও ১০-এ নামেনি। বরং রেকর্ড গড়েছে ফেব্রুয়ারি। এমনিতেই কথায় বলে মাঘের শীতে বাঘে পালায়। এবার যেন কতকটা সেই পরিস্থিতি। ফেব্রুয়ারি মাস পড়তেই পারদ নেমেছে ১১-র ঘরে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরের মধ্যে একমাত্র ২০১২ সালে ফেব্রুয়ারির ৩ তারিখে তাপমাত্রা নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতায় ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড গড়েছিল ১৯৫০ সালে। সেবার ১২ ফেব্রুয়ারি তাপমাত্রা নেমে ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস ৷ আবহবিজ্ঞানীরা বলছেন এবার আর একদিন বুড়ি ছুঁয়ে চলে যাওয়া নয়- বেশ কয়েক দিন ১১ ডিগ্রির ঘরে থাকতে চলেছে কলকাতার পারদ। শুধুমাত্র কলকাতা নয়, অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। সেখানেও এবার উত্তর আর দক্ষিণবঙ্গের জোর টক্কর চলছে। আজ, মঙ্গলবার উত্তরে দার্জিলিং যখন তাপমাত্রা ৪.২ ডিগ্রিতে নেমেছে ৷ তখন দক্ষিণের পানাগড় খুব একটা পিছিয়ে নেই। পানাগড়ে আজ, মঙ্গলবার তাপমাত্রা নেমেছে ৬.৪ ডিগ্রিতে। আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা।