Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা, রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ
আগামী ২৪ ঘণ্টা সকালের দিকে কুয়াশা থাকবে
কলকাতা: তাপামাত্রা একদিনের জন্য কমে শীতের আমেজ মিললেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা সকালের দিকে কুয়াশা থাকবে। জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরেই ফের বাড়ছে তাপমাত্রা।
গত কয়েকদিনের তুলনায় শনিবার কলকাতায় একটু হাল্কা ছিল কুয়াশার চাদর। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি। কুয়াশা ফিকে হতেই ফিরেছে শীতের আমেজ। সামান্য নেমেছে পারদ।
তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দাবি, শনিবার কলকাতায় দাপট কম থাকলেও এখনই কুয়াশার হাত থেকে রেহাই নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে ১১ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা।
কুয়াশার কারণে শনিবার ভোরে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জে দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি পিক অ্যাপ ভ্যান রাজ্য সড়কে প্রবল কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালক ও খালাসির।
তবে কুয়াশা কম থাকায় শনিবার শীতের আমেজ ফেরে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ২ ডিগ্রি সেলসিয়াস নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে আগামী তিন-চারদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।