(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update Today: জাঁকিয়ে শীতে বর্ষবরণ, আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ, পূর্বাভাস
কনকনে ঠান্ডায় বর্ষশেষ...জাঁকিয়ে শীতেই বর্ষবরণ
কলকাতা: জাঁকিয়ে শীতেই বর্ষবরণ। আগামী ২৪ ঘণ্টায় সামান্য নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকালের তুলনায় ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ জেলায় কিছুটা নামবে পারদ। তারপর রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
বছরের শেষ দিন, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।
রাজ্যের অন্যনান্য জেলাতেও রয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা সর্বত্রই স্বাভাবিকের নীচে।
করোনা আবহে এবছর বর্ষবরণের উত্সব খানিকটা ফিকে। তবে, ভরপুর শীতের আমেজ উপভোগে কোনও খামতি থাকছে না।
রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার সঙ্গে সংঘাতের জেরে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা সৃষ্টি হবে। সেই কারণেই বাড়বে তাপমাত্রা।
কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য। রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১.৬ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বছরের প্রথম সূর্যোদয়। বরফে ঢেকেছে জম্মু কাশ্মীর, লাদাখ। বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ চলছে।
তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।
শ্রীনগর, গুলমার্গ, লেহ্, কার্গিল, দ্রাস, সর্বত্র হিমাঙ্কের অনেকটাই নীচে নেমেছে পারদ। জমে গিয়েছে ডাল লেক। কলকাতা থেকে আসা পর্যটকরা বরফে জমে যাওয়া লেকের সৌন্দর্য উপভোগ করছেন।
দক্ষিণ-পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে।