এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
৩ জুলাই ২০১৬— ৯ জুলাই ২০১৬
রবি মিথুনে। চন্দ্র বৃষ। মঙ্গল তুলা। বৃহস্পতি সিংহ। বুধ মিথুনে। শুক্র মিথুনে। শনি বক্রি বৃশ্চিকে। রাহু সিংহ। কেতু কুম্ভ। তিথি চতুর্দশী থেকে পঞ্চমী।
মেষ
সপ্তাহের প্রথম দিকে অযথা খরচের জন্য মানসিক চাপ। কন্যা সন্তান নিয়ে চিন্তা। গুরুজনের সম্পত্তি নিয়ে ভাইবোনে আলোচনা। উচ্চ রক্তচাপ থেকে সতর্ক থাকুন। প্রতিভার প্রকাশ পাবেন। ব্যবসায় অর্থ আসবে মোটামুটি। আরামদায়ক কোনও জিনিসের ব্যবহার। প্রভাবশালী ব্যক্তির দ্বারা উপকার। লবণ দান করুন।
বৃষ
পারিবারিক জীবন সুখের ভিতর দিয়ে কাটবে। ব্যবসার দিকে অর্থ আদানপ্রদান ভাল হবে। শত্রুর জন্য সপ্তাহে সময় নষ্ট ও ক্ষতি হতে পারে। নিকটজনের শুভ সংবাদ মনের আনন্দ বাড়াতে পারে। মহিলাজনিত কোনও ঘটনা থেকে দূরে থাকুন। সপ্তাহের শেষের দিকে শরীরে দিকে নজর দিন। দরজার মাথায় ঘোড়ার নাল আটকান।
মিথুন
বহু দিনের কোনও কাজ এ সপ্তাহে মিটে যেতে পারে। ব্যবসায় খুব ভাল সময় বাড়তি বিনিয়োগ করুন। বিবাহিত জীবন ভাল কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে হবে। চাকরিজীবীদের ভাল দিন আসতে চলেছে। বাড়িতে পুজোপাঠে মনের শান্তি ও আনন্দ বাড়বে। সিসার কিছু প্রবাহ জলে ফেলুন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে বাড়িতে খরচ বৃদ্ধিতে মানসিক চাপ বাড়বে। সামান্য কারণে স্বামী-স্ত্রীতে অশান্তি বাড়তে পারে। কর্মস্থানে ভাল পরিবর্তন হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত ছাত্রদের ভাল সময় আসছে। শরীর খারাপের জন্য কর্মে চাপ বাড়তে পারে। দূরে ভ্রমণের পরিকল্পনা। হলুদ দান করুন।
সিংহ
সাহিত্য চর্চা যাঁরা করেন তাঁদের জন্য সপ্তাহটি খুব ভাল ফল পাবেন। সপ্তাহের মধ্য ভাগে কর্মস্থানে অনেক সমস্যা মিটে যেতে পারে। পারিবারিক দিক দিয়ে সপ্তাহটি সুখে শান্তিতে কাটবে। ব্যবসার দিকটা শেষের দিকে একটু ভাল বলা যায়। গাড়িচালকদের জন্য ভাল সময়, বড় ঠাকুরের কাছে তিলের তেল দান করুন।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কোনও প্রিয় জনের সঙ্গে সাময়িক বিচ্ছেদ হতে পারে, অংশীদারি ব্যবসায় সময় ভাল। কর্মস্থানে মর্যাদাহানি স্বামী-স্ত্রী যে কোনও কারওর শরীর নিয়ে চিন্তা। ভাগ্নির নতুন কোনও সুখবর আসতে পারে, বন্ধুর দ্বারা উপকার পাবেন। মা-বাবার কারণে চিন্তা বৃদ্ধি। সেন্ট বা পারফিউম দান করুন।
তুলা
ব্যবসাতে খুব ভাল সময় আসছে। টাকাপয়সা বিনিয়োগ করতে পারেন। সম্পত্তি নিয়ে অশান্তি মিটে যেতে পারে কোনও মহিলার দ্বারা সম্পদ বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ উঁচু পদের লোকের দ্বারা মিটে যেতে পারে। ভাইবোনে ভাল সম্পর্ক তৈরি হবে। নীল বস্ত্র দান করুন।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে সামাজিক সেবামূলক কাজে দিনগুলি কেটে যেতে পারে। সকল প্রচেষ্টাতে সাফল্য লাভ করতে পারবেন। পারিবারিক দিক দিয়ে শান্তিতে দিনগুলি কেটে যাবে কিন্তু সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় অর্থ আসবে কিন্তু কম। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। বাড়িতে অতিথি আসছে। জবাফুল ও আতপ চাল দিয়ে সূর্য প্রণাম।
ধনু
দাম্পত্য জীবন মোটের উপর ভাল গেলেও সপ্তাহের মধ্য ভাগ থেকে অশান্তি হওয়ার যোগ, আত্মীয়স্বজনদের সঙ্গে অশান্তির সম্ভাবনা। সামাজিক কাজ করতে গিয়ে বদনামের ভাগিদার। শেষের দিকে পারিবারিক অশান্তি গুরুজনের সাহায্যে মিটে যেতে পারে। ব্যবসায় অর্থ আসবে কিন্তু খরচ বৃদ্ধি জন্য চাপ। কর্পূর দান করুন।
মকর
সপ্তাহের প্রথমে দিকে ব্যবসা ভাল যাবে না। কিন্তু শেষের দিকে একটু আসার আলো দেখা যাবে। প্রিয়জনের সঙ্গে বুঝে কথা বলুন। ঝগড়া বিবাদ বাধতে পারে। শারীরিক অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পাবে ও কর্মে বাধা আসতে পারে। প্রচুর চিন্তার কারণে রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে। রুপোর আংটি বা চেন ব্যবহার করুন।
কুম্ভ
এ সপ্তাহটি যে কোনও কারণে দুশ্চিন্তার ভিতর দিয়ে শুরু হতে চলেছে। কর্মে প্রথম দিকে বাধা পড়লেও শেষের দিকে একটু সাফল্য লাভ করতে পারবেন। পুলিশের ঝামেলা থেকে দূরে থাকুন। ব্যবসার জন্য সপ্তাহটি ভাল হলেও খরচের জন্য মানসিক চিন্তা বাড়বে পারিবারিক জীবনে বোঝাপড়া ঠিক থাকবে না। চন্দ্রের দ্রব্য ঘরে রাখুন
মীন
সপ্তাহের প্রথম দিকে চেষ্টার সাফল্য লাভ করতে পারবেন। অনেক দিন ধরে যে কাজ আটকে আছে তা পূরণ হওয়ার যোগ দেখা যাছে। মধ্য ভাগে বাড়িতে অতিথি নিয়ে আনন্দ ও খরচ বৃদ্ধি পাবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও ছোটাছুটি। পরের উপকার করে মনের আনন্দ কিন্তু বদনাম হবে। তুলসী গাছে জল দান করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement