এক্সপ্লোর

বহু বাধার বিরুদ্ধে লড়েছি, জয়াজির লড়াইটা তাই বুঝি

মৃত্যু সর্বদাই দুঃখের। আমরা কেউ কারও মৃত্যু চাই না। বরং বলি, ‘আরও আরও আরও দাও প্রাণ।’ মানতে না চাইলেও এই অমোঘ সত্যকে তবু  মেনে  নিতেই হয়। কিছু কিছু মৃত্যু আছে, যা আমাকে শুধু দুঃখই দেয় না, মনকে তোলপাড় করে। আজ তেমনই এক মৃত্যু নিয়ে কথা বলার দিন। আরও  কয়েকটি বছর অনায়াসে আমাদের সকলের মাঝে থাকতেই পারতেন জয়াজি। তাঁর কাজের মাধ্যমে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হতো। এ চলে যাওয়া তো কিছুটা অকালেই ঘটল! অনেক কাজের মধ্য থেকে হঠাৎ এমন হারিয়ে যাওয়া যেমন অতীব দুঃখজনক, তেমনই নিজের জীবনে সেই অবস্থান তৈরি করাও খুব সহজসাধ্য নয়। এইরকম একটি কর্মময় জীবন তৈরি করতে অনেক সময় লাগে। বিশেষ করে তা যদি ‘পাবলিক লাইফ’ হয়। মানুষের জন্য কাজ করতে করতে বিশ্বাসযোগ্যতা অর্জন, একটি দলকে নেতৃত্ব দেওয়া, নিচুস্তর থেকে শুরু করে বিধানসভা-লোকসভা পর্যন্ত তাকে জিতিয়ে আনা, কোর্ট থেকে ভোট সব লড়াই সাহসের সঙ্গে মোকাবিলা করা— এ সবের জন্য যে শক্তি, সাহস ও বলিষ্ঠতা প্রয়োজন জয়াজির তা ছিল। লোকসভা নির্বাচনের সময় অতিরিক্ত পরিশ্রম, সেই সঙ্গে হাই সুগার মিলে মিশে ভোটের পর থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকেন তিনি। এই চরম আঘাতটা হয়তো আরও ক’বছর পরে আসত। তবে আমি মনে করি, ধাক্কাটা শুরু হয়েছিল তখন থেকে, যখন তাঁকে জেলে পাঠানো হয়— এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আমার মনে হয়, নিজের রাজ্য তামিলনাড়ু থেকে অন্য রাজ্যের জেলে নিয়ে যাওয়ার অসম্মানজনক চাপ জয়াজির অন্তরকে দুমড়েমুচড়ে দিয়েছিল। অপমানের সেই ধাক্কায় জর্জরিত হয়ে গিয়েছিলেন তিনি। আজকের এই অকাল পরিসমাপ্তির উৎস বোধহয় সেটাই। জয়াজিকে যখন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়, তখনও তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। পারিনি। সম্ভব হলে বলতাম, সুস্থ থাকবেন। জেল থেকে ফিরেছিলেন তিনি। ফিরেছিলেন ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর চেয়ারেই। কিন্তু ‘সুস্থ’ হতে পারলেন কই? তামিল জনগণ হারালেন তাঁদের প্রিয় আম্মাকে, দেশ হারাল জননেত্রীকে, এআইএডিএমকে তাদের মাতৃসমাকে। রাজনীতিও রিক্ত হল। জয়ললিতার সঙ্গেই চলে গেলেন এক জন সাহসী দক্ষ প্রশাসক। আমি হারালাম আমার পরিচিত সাবলীল, সর্বদা কাজ করে চলা, তাজা মনের এক রাজনীতিককে। চিন্তাধারার ভিন্নতা বা অন্য কিছু বিষয়ে পার্থক্য থাকা সত্ত্বেও তাঁর মধ্যে ভাবনার যে উৎকর্ষ দেখেছি, তা অস্বীকার করতে পারতাম না। তাঁর যুক্তিতে তিনি অবিচল থাকতেন, মাথা নত করতেন না, সেটাও লক্ষ্য করতাম। একটা কথা না বলে পারছি না। এই নোটবন্দির দেশে জয়াজি তখনও হাসপাতালে। তাঁর দলের নেতা, লোকসভার ডেপুটি স্পিকার থাম্বিদুরাই দিন কয়েক আগে আমাদের লোকসভার নেতা সুদীপদাকে (বন্দ্যোপাধ্যায়) ব্যক্তিগত কথাবার্তার সময়ে বলেছেন, মমতা নোট বাতিল নিয়ে যে আন্দোলন করছেন, সেটাই সঠিক পথ। জয়াজির দল এ ভাবেই আমাদের পথে সমর্থন জোগাল। জয়ললিতার নাম আমি দীর্ঘদিন ধরেই জানতাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। খুব জনপ্রিয়। এটাও জানতাম, এম জি রামচন্দ্রনের মৃত্যুর পরে তাঁর দল জয়ললিতাই ধরে রেখেছেন। কিন্তু আলাপ-পরিচয় ছিল না। হল অনেক পরে। image1 ১৯৯৮। কেন্দ্রে প্রথম এনডিএ সরকার। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। নবগঠিত তৃণমূল কংগ্রেসের সাত জন এমপি নিয়ে আমরাও দিল্লিতে। সমর্থন করছি এনডিএ-কে। অটলজিকে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে জয়াজির বড় ভূমিকা ছিল সেই সময়ে। ২৯ জন সাংসদ ছিলেন এআইএডিএমকে-র। তাই জয়াজির সমর্থন পাওয়া সে দিন খুব জরুরি ছিল বাজপেয়ীর। তখন দেখেছিলাম জয়ললিতার দাপট। অটলজি এনডিএ বৈঠকে নিজে কার্যত চেয়ার ছেড়ে দিতেন জয়াজিকে। তাঁর আসার অপেক্ষায় বৈঠক আটকে থাকত। এমনটা পরে আর এক জনের বেলাতেই দেখেছি। অন্ধ্রের চন্দ্রবাবু নায়ডু। এনডিএ-র সেই আমলেই জয়াজির সঙ্গে আমার প্রথম আলাপ। রুপোলি পর্দা থেকে রাজনীতিতে এসেছিলেন জয়াজি। এসেই পুরোদস্তুর রাজনীতিক। ফুল হাতা ব্লাউজ, গা ঢাকা শাড়ি, ঢোলা কোট। আমি রেলমন্ত্রী হওয়ার পরে কয়েক বার কথাবার্তা হয়েছে। কথা বলতেন কম। অতি সুন্দর বাচনভঙ্গি। নন্দীগ্রামের ঘটনার পরে সেখানকার এক প্রতিনিধি দল নিয়ে আমরা কেরল গিয়েছিলাম। সেখান থেকে চেন্নাই গিয়ে জয়াজির সঙ্গে দেখা করি। শুনেছি তিনি বাড়িতে সাধারণত বাইরের কারও সঙ্গে দেখা করতেন না। আমাকে অবশ্য বাড়িতেই যেতে বলেছিলেন। খুব যত্ন করেছিলেন। ওঁর জন্য একটি শাড়ি নিয়ে গিয়েছিলাম। সামান্য একটি শাড়ি তাঁর কাছে খুব অকিঞ্চিৎকর। তবু খুশি হয়ে নিলেন। বললেন, ‘‘চমৎকার হয়েছে। খুব সুন্দর রং।’’ এ পি জে আব্দুল কালামকে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি করার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম। তখনও তাঁর সঙ্গে কিছু কথা হয়। গত লোকসভা নির্বাচনে জয়ললিতার এআইএডিএমকে ৩৯টি আসন পায়। আমাদের তৃণমূল কংগ্রেস ৩৪টি। দুই দল একত্র হলে লোকসভায় সংখ্যাটি ৭৩ হয়। সেটা সম্ভব হয়নি। তবে জয়াজি বিজেপি-র সরকারে যোগ দেননি, সমর্থনও করেননি। লোকসভায় ডেপুটি স্পিকার এখন তাঁর দলের। আন্তঃরাজ্য পরিষদে তামিলনাড়ুর পাঠানো কাগজপত্র পড়ে দেখেছি। বলিষ্ঠ বক্তব্য। তেমনই ভাষা। যিনি দক্ষ প্রশাসক এবং কাজের ব্যাপারে আত্মপ্রত্যয়ী— এই দৃঢ়তা তাঁর পক্ষেই সম্ভব। আর সেটাই ওঁকে ‘জয়ললিতা’ করেছে। এক জন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের সীমাবদ্ধতায় থেকেও দৃঢ় মনোভাব ও গাম্ভীর্য দিয়ে তিনি তাঁর সম্মান আদায় করে নিতে জানতেন। আজকের দিনে এমন ব্যক্তিত্ব ক্রমশ বিরল হয়ে আসছে। কেউ তাঁকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু জয়ললিতাকে অস্বীকার করতে পারেন না। এখানেই তিনি আলাদা। প্রতিকূল শক্তির সঙ্গে লড়াই করে নিজেকে ধরে রাখা যে কতটা কঠিন, আমি তা কিছুটা বুঝি। অনেক আক্রমণ, অনেক কুৎসার বিরুদ্ধে নিজেও তো লড়েছি। জয়ললিতার লড়াই তো অনেকটা তেমনই। তিনি তাঁর রাজনৈতিক চেতনা, চারিত্রিক দৃঢ়তা ও প্রশাসনিক দক্ষতা দিয়ে লড়াই জিতেছেন। মহিলা রাজনীতিক হিসেবে ইতিহাসে এটা হয়ে থাকবে তাঁর উজ্জ্বল অবস্থান।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Agartala Bangladeshi Arrest: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
Advertisement
ABP Premium

ভিডিও

Bengal Tiger:প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা।ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও একই এলাকায় ফিরে এসেছেDengue News: শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনা জেলায় শহরাঞ্চলে ডেঙ্গির দাপট | ABP Ananda LiveBangaldesh Chaos : মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা। ইউনূসের বাংলাদেশে চরম অমানবিকতার ছবিCanning News Update: মুর্শিদাবাদের পর ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। পারদর্শী IED তৈরিতে।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Agartala Bangladeshi Arrest: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
Rozgar Mela: প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
প্রধানমন্ত্রী মোদি দিলেন সুখবর ! ৭১ হাজার যুবক পাবেন জয়েনিং লেটার, কোন পদে চাকরি ?
RG Kar Case: চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের! কর্মসূচী চালিয়ে যাওয়ার অনুমতি ডিভিশন বেঞ্চের
চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের! কর্মসূচী চালিয়ে যাওয়ার অনুমতি ডিভিশন বেঞ্চের
Puri Temple: জগন্নাথ দর্শনে এবার নয়া নিয়ম, পুরীর মন্দিরে বদলে দেওয়া হচ্ছে...
জগন্নাথ দর্শনে এবার নয়া নিয়ম, পুরীর মন্দিরে বদলে দেওয়া হচ্ছে...
Bangladesh News: অরাজকতার বাংলাদেশে এবার 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এই হাল করল দুষ্কৃতীরা
অরাজকতার বাংলাদেশে এবার 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এই হাল করল দুষ্কৃতীরা
Embed widget