এক্সপ্লোর
Advertisement
চাইলে বাড়িতে বানাতে পারেন স্যানিটাইজার, দোকানের মত কাজ করবে তো? জেনে নিন
দোকানের স্যানিটাইজারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত হারে রাসায়নিক মিশ্রিত থাকে। তা বাড়িতে তৈরি কঠিন।
কলকাতা: করোনার জেরে এখন ব্যাগে ব্যাগে, বাড়িতে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার। দোকানের স্যানিটাইজারের দাম অনেক, তাই কেউ কেউ ঘরেই তা বানিয়ে নিচ্ছেন। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে বানাবেন কার্যকর হ্যান্ড স্যানিটাইজার।
দোকানের স্যানিটাইজারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত হারে রাসায়নিক মিশ্রিত থাকে। তা বাড়িতে তৈরি কঠিন। তবু যদি বাড়িতে বানাতে চান, তা হলে আপনাকে জলে ব্লিচ মেশাতে হবে।
১. ১:১০ অনুপাত (কড়া- মার্ক ওয়ার্নার ফরমুলা)- আধ কাপ ব্লিচ এক লিটার জলে মেশান বা ১/৩ কাপ ব্লিচ পাউডার মেশান ১ লিটার জলে।
২. ১:৪৮ অনুপাত (হালকা- সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ফরমুলা) ১/৩ কাপ ব্লিচ ১ লিটার জলে মেশান বা ৪ চা চামচ ব্লিচ মেশান ১ লিটার জলে।
ব্লিচ দ্রুত ক্ষয়কর, তাই ঠিকমত সাবধানতা নিয়ে সব সময় তা হালকা করে নেওয়া উচিত। আবার মিশিয়ে নিলে ব্লিচের গুণের দ্রুত অবনতি হয়। তাই তরল ব্লিচ একদিনের বেশি ব্যবহার করা উচিত না। যদি ১ সপ্তাহ পর্যন্ত ব্লিচ দিয়ে তৈরি মিশ্রণ স্যানিটাইজার হিসেবে ব্যবহার করতে চান তবেঅনুপাত যেন ১:৪-এর বেশি না হয়।
এছাড়া অ্যালকোহল নির্ভর স্যানিটাইজার তৈরি করতে হলে যা যা ব্যবহার করবেন তা হল-
১১/২ (৯৫%) সম্ভব হলে ইথানল, চাইলে অন্য অ্যালকোহলও ব্যবহার করতে পারেন।
১ লিটার ডিসটিল্ড ওয়াটার
১/২ চা চামচ হাইড্রোজেন পারক্সাইড
৩০-৪৫ ফোঁটা যে কোনও এসেনশিয়াল অয়েল (জরুরি নয়)
জল ও হাইড্রোজেন পারক্সাইড একটি স্প্রে বোতলে মেশান। ইচ্ছেমত এসেনসিয়াল অয়েল মেশাতে পারেন। যোগ করুন অ্যালকোহল। ভাল করে ঝাঁকিয়ে নিন। ব্যস, স্যানিটাইজার তৈরি।
কোনও সমীক্ষা বা বৈজ্ঞানিক প্রমাণে এই স্যানিটাইজারের কার্যকারিত্ব প্রমাণিত হয়নি। তবে বেশিরভাব স্যানিটাইজারই ইথানল নির্ভর। ফলে আপনার তৈরি স্যানিটাইজারও কাজ করতে পারে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement