CBI Letter to Speaker of the Lok Sabha; শুভেন্দু-সৌগত-কাকলির বিরুদ্ধে চার্জশিট চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআই-এর
রপর আরও তিনবার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে সিবিআই। চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের পর সিবিআই ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা: নারদকাণ্ডে লোকসভার অধ্যক্ষকে চিঠি পাঠাচ্ছে সিবিআই। শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার , প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য চিঠি। এর আগে ২০১৯ সালে অনুমতি চেয়ে চিঠি দেয় সিবিআই। এরপর আরও তিনবার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে সিবিআই। চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের পর সিবিআই ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লখ্য, এর আগে নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি পাঠায় সিবিআই। নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন চার বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দেন রাজ্যপাল। এ বিষয়ে সিবিআই জানায়, দুর্নীতিদমন আইনের ১৯ নম্বর ধারায় রয়েছে, পাবলিক সার্ভেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গেলে নিয়োগকর্তার কাছ থেকে অনুমতি নিতে হয়।
নারদ মামলায় রাজ্যের ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সোমবার গ্রেফতার করেছে সিবিআই। এরপর নিম্ন আদালতে ফিরহাদরা জামিন পেলেও হাইকোরট তাতে স্থগিজাদেশ দেয়। কলকাতা হাইকোর্ট বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠছে। সেখানকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছে ।